8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে 19 জুলাই লঞ্চ হবে Oppo K3, জানালো কোম্পানি

আমরা এই মাসের প্রথম দিকে জানিয়েছিলাম Oppo India ভারতে তাদের K সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Oppo K3 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আমাদের রিপোর্টে আমরা আরও জানিয়েছিলাম Oppo K3 19 জুলাই ভারতে লঞ্চ করা হবে। আজ আমাদের রিপোর্টকে সত্যি প্রমাণ করে ওপ্পো অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে কোম্পানি আগামী 19 জুলাই তাদের কে সিরিজের আগামী স্মার্টফোন Oppo K3 লঞ্চ করবে।

Exclusive : 4 নয়, ভারতে লঞ্চ হবে Realme 5, Realme 4 এর লিক হ‌ওয়া বক্স ফেক

ওপ্পোর পক্ষ থেকে মিডিয়া ইনভাইট পাঠিয়ে বলা হয়েছে আগামী 19 জুলাই কোম্পানি রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। এবং এই ইভেন্টের মঞ্চেই Oppo K3 ভারতের মাটিতে পা রাখবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানা যায়নি যে Oppo K3 কতগুলি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে এবং এই ফোনটির দাম কত টাকা রাখা হবে। ফোনটির সেল সম্পর্কেও 19 তারিখ জানা যাবে।

ডিজাইন
চীনে OPPO K3 ফোনটি পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে, যার ফলে এতে ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে আছে। ডিসপ্লের তিনদিক সম্পূর্ণ বেজল লেস। তবে এর নিচের দিকে হালকা বডি পার্ট আছে। এতে কোনো রকম নচ দেওয়া হয়নি। এই পপ আপ সেলফি ক‍্যামেরা ফোনের মাঝামাঝি দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে।

4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হলো Realme 3i, Xiaomi এর লো বাজেট স্মার্টফোনের জন্য কড়া প্রতিযোগিতা

স্পেসিফিকেশন
কোম্পানি চীনে OPPO K3 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ওপ্পোর ইউজার ইন্টারফেস কালার ওএস 6.0 সহ লঞ্চ করা হয়েছে। OPPO K3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীড‌ওয়ালা অক্টাকোর প্রসেসরযুক্ত।

চীনে OPPO K3 ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি, 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। এতে গেম বুস্ট 2.0 ফিচার দেওয়া হয়েছে যা গেমারদের ল‍্যাগ ফ্রি ও স্মুথ পারফরম্যান্স দেবে।

ভারতে এলো Realme X! পপ আপ সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 8 জিবি র‍্যামের সঙ্গে দাম শুরু মাত্র 16,999 টাকা থেকে

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। OPPO K3 তে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here