12GB RAM আর 120W ultra-fast flash charging এর সাথে লঞ্চ হলো iQOO 8 5G, কয়েক মিনিটে হয়ে যাবে ফুল ব‍্যাটারী

iQOO গত কাল ইন্টারন‍্যাশনাল টেক মার্কেটে নিজের এখনো পর্যন্তের সবচেয়ে দামি স্মার্টফোন লঞ্চ করলো। এই মোবাইল ফোন iQOO 8 আর iQOO 8 Pro নামের সাথে এসেছিল যা সবার আগে আইকিউ এর হোম মার্কেট অর্থাৎ চিনে পেশ করা হয়েছিল। অ্যাট্রাক্টিভ লুক আর পাওয়ারফুল স্পেসিফিকেশন্স যুক্ত এই স্মার্টফোন পাঞ্চ-হোল ডিসপ্লে আর 120W ultra-fast flash charging সাপোর্ট করে। আইকিউ 8 প্রো এর ফুল ডিটেইলস (এখানে ক্লিক করুন) জানতে পারবেন এবং আইকিউ 8 এর ফিচার, স্পেসিফিকেশন্স আর দাম সম্পর্কিত তথ্য আগে দেওয়া হয়েছে।

Realme GT 5G আর Realme Slim Book ভারতে আজকে হবে লঞ্চ, জানুন এই বিষয়ে সবকিছু

iQOO 8 স্পেসিফিকেশন্স

আইকিউ 8 স্মার্টফোনকে 19.8:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2376 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.56 ইঞ্চির ফুল‌এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক আছে। iQOO 8 স্মার্টফোনে‌র ডিসপ্লের বৈশিষ্ট্য হলো যে এটিকে কোম্পানি dual pressure sensing আর dual X-axis linear motors যুক্ত করে বাজারে এনেছে।

iQOO 8 অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে যা অরিজন‌ওএস এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের শক্তিশালী 888 চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 660 জিপিইউ সাপোর্ট করে। এই স্মার্টফোনটি 12 জিবি পর্যন্ত র‍্যাম মেমোরি আর 256 জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে যা LPDDR5 RAM আর UFS 3.1 Storage টেকনিক যুক্ত।

64MP রেয়ার ক‍্যামেরার সাথে আসতে পারে Samsung এর নতুন ফোন Galaxy A53, জানুন এতে আর কি বিশেষ থাকবে

ফোটোগ্রাফির জন্য আইকিউ 8 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX598 সেন্সর আছে যা গিম্বেল স্টেবেলাইজেশন টেকনিক যুক্ত। এইভাবে‌ iQOO 8 এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.46 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের পোট্রেট লেন্স সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

iQOO 8 ডুয়াল সিম সাপোর্ট করে যা 5G SA/NSA আর Dual 4G VoLTE তে কাজ করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,350 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে যা 120 ওয়াট আল্ট্রা ফাস্ট ফ্ল‍্যাশ‌ চার্জিং টেকনিক সাপোর্ট করে। এই নতুন আইকিউ ফোনের ডায়মেনশান 159.06 × 75.14 × 8.72 মিমি আর ওজন 209.5 গ্রাম।

iQOO 8 এর দাম

আইকিউ 8 এর 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 3799 yuan এ লঞ্চ হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী 43,500 টাকা প্রায়। এই ভাবে‌ই ফোনের 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্টকে 4199 yuan এ বাজারে আনা হয়েছে এবং এই দাম ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 48,000 টাকা প্রায়। চিনি মার্কেটে এই আইকিউ ফোন Standard White আর Black striped কালারে নামানো হয়েছে যা 24 আগস্ট থেকে সেলের জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here