এই মাসের শেষের দিকে ভারতে iQOO Neo 10 লঞ্চ হতে চলেছে। অফিসিয়ালি লঞ্চের আগেই Vivo এর সাব-ব্র্যান্ড iQOO তাদের এই আপকামিং ফোনটির ফিচার টিজ করেছে। আপাতত কোম্পানির পক্ষ থেকে Neo 10 ফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং কুলিং সিস্টেম সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়েছে। এই ফোনটিকে সম্প্রতি চীনে লঞ্চ হওয়া iQOO Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে, তবে এতে কিছু পরিবর্তন করা হতে পারে।
iQOO Neo 10 ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস
- iQOO Neo 10 ফোনে 1.5K রেজলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
- এই ডিসপ্লে 5,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে, ফলে ফোনটি কোনো অসুবিধা ছাড়াই আউটডোরে ব্যাবহার করা যাবে।
- রি ফোনটির দাম 35,000 টাকার চেয়ে কম রাখা হবে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এই সেগমেন্টের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে সহ স্মার্টফোন হবে।
- এই ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার ও সার্কেলের কম্বিনেশন সহ ক্যামেরা আইল্যান্ড থাকবে। এতে OIS সহ 50MP Sony প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইদ অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
- iQOO Neo 10 ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি iQOO Z10 Turbo Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।
- হীট ডিসিপেশনের জন্য এই ফোনে 7000mm² আলট্রা লার্জ VC কুলিং সিস্টেম যোগ করা হবে।
- ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার থাকবে। এর সাহায্যে চার্জিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেবে, ফলে হীটিং কম হবে এবং ব্যাটারি লাইফও বাড়বে।
iQOO Neo 10 সম্পর্কে জানা গেছে…
- iQOO Neo 10 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং কোম্পানির ইন-হাউস Q1 চিপ যোগ করা হবে।
- এতে LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হবে, এর ফলে পারফরমেন্স এবং স্টোরেজ স্পীড উভয়ই আরও বেশি ভালো পাওয়া যাবে।
- এই ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকবে।
- iQOO Neo 10 ফোনটি Inferno Red এবং Titanium Chrome কালার অপশনে সেল করা হবে।
iQOO Neo 7 ফোনটি 2023 সালের শেষের দিকে নন-প্রো Neo স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল। Vivo এর সাব-ব্র্যান্ড iQOO গত বছর শুধুমাত্র iQOO Neo 9 Pro ফোনটি পেশ করেছিল এবং এই ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছিল 35,999 টাকা।