আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইকু তাদের Neo 10 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু লিকের মাধ্যমে দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনগুলি বহু সমালোচিত iQOO 13 স্মার্টফোন লঞ্চের পর পেশ করা হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনদুটি সম্পর্কে সম্প্রতি প্রকাশ্যে আসা ডিটেইলস।
iQOO Neo 10, Neo 10 Pro এর ডিটেইলস (লিক)
- টিপস্টার স্মার্ট পিকাচু মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে নাম না নিয়ে দুটি স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। এইগুলি iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে।
- লিক অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে iQOO Neo 10 সিরিজ পেশ করা হতে পারে। এই ফোনগুলি প্রথমে চীনে এবং পরে গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।
- লিক অনুযায়ী ভ্যানিলা iQOO Neo 10 স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে। অন্যদিকে Neo 10 Pro স্মার্টফোনে নতুন MediaTek Dimensitity 9400 প্রসেসর থাকতে পারে।
- আগের মডেল iQOO Neo 9 এবং Neo 9 Pro স্মার্টফোন যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 এবং MediaTek Dimensitity 9400 চিপসেট দেওয়া হয়েছিল।
- প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী iQOO Neo 10 সিরিজের ফোনে 1.5K গেমিং ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। গেমিং স্ক্রিন মানে হাই স্ক্রিন রিফ্রেশ রেট এবং ভালো এক্সপেরিয়েন্সের জন্য সাপোর্টেড অপশন থাকবে।
- ফোনটিতে সিকিউরিটির জন্য আল্ট্রা সনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
- পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6,500mAh সাইজ ব্যাটারি দেওয়া হতে পারে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড়ো আপডেট, কারণ iQOO Neo 9 ফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO Neo 10 এবং Neo 10 Pro স্মার্টফোন মেটাল মিড ফ্রেম সহ হতে পারে। এটি iQOO Neo 9 ফোনের প্লাস্টিক ফ্রেমের থেকে আলাদা হতে চলেছে। ফোনটির 1.5K ডিসপ্লের চারদিকে আল্ট্রা-ন্যারো বেজাল এবং ফ্ল্যাট এজ থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। তবে আগের iQOO Neo 9 মডেলে 120W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল।
অবশেষে জানিয়ে রাখি চীনে এই iQOO Neo 9 সিরিজের বেস মডেল ভারতীয় বাজারে iQOO Neo 9 Pro নামে লঞ্চ করা হয়েছিল। এইবারেও কোম্পানি একই প্যাটার্নে কাজ করতে পারে।