প্রকাশ্যে এল iQOO Neo 10 সিরিজের টিজার, জেনে নিন বিস্তারিত

গত মাসে iQOO চীনে তাদের স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ iQOO 13 লঞ্চ করেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ iQOO Neo 10 সিরিজের টিজার শেয়ার করা হয়েছে। এই সিরিজের অধীনে iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট টিজার এবং সম্ভাব্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Neo 10 সিরিজের টিজার

  • iQOO প্রোডাক্ট ম্যানেজার iQOO Neo 10 সিরিজের টিজার শেয়ার করেছে।
  • কোম্পানির হেড এর বক্তব্য অনুযায়ী গত তিন বছর ধরে iQOO Neo 10 সিরিজ ইনভেশনের দিক দিয়ে সবচেয়ে আগে রয়েছে। ইউজারদের সাপোর্ট সহ এই সিরিজ আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
  • আগের 9 সিরিজের মতোই এই iQOO Neo 10 সিরিজেও দুটি ফ্ল্যাগশিপ মডেল আসবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে স্মার্টফোন দুটি iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro নামে লঞ্চ করা হতে পারে।
  • কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু রিপোর্টস অনুযায়ী এই মাসের শেষের দিকে iQOO Neo 10 সিরিজ লঞ্চ করা হতে পারে।

iQOO Neo 10 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Neo 10 Pro ফোনে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 8T OLED প্যানেল 1.5K রেজোলিউশন এবং ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে।
  • প্রসেসর: iQOO Neo 10 Pro ফোন MediaTek Dimensity 9400 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: টপ মডেল iQOO Neo 10 Pro ফোনে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: iQOO Neo 10 Pro ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেল 1/.56-ইঞ্চির প্রাইমারি ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল অন্য লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: iQOO Neo 10 Pro ফোনে 6,000mAh বা এর চেয়ে বেশি পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: iQOO Neo 10 Pro ফোনে সিকিউরিটির জন্য গুডিক্সের তৈরি আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোনটি প্লাস্টিক ফ্রেম ডিজাইন সহ লঞ্চ করা হতে পারে।

iQOO Neo 10 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • iQOO Neo 10 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • লিক অনুযায়ী এই সিরিজের ভ্যানিলা মডেলে অপ্টিক্যাল টাইপ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
  • এতে 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here