iQOO এর ‘নিও 5 সিরিজটি’ টেক মঞ্চে চলে এসেছে। এই সিরিজের দুটি মোবাইল ফোন iQOO Neo 5S এবং iQOO Neo 5 SE নামের সাথে চাইনিজ মার্কেটে প্রবেশ করেছে। এই সিরিজের আইকিউ নিও 5 এসই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে এই আর্টিকেলে বলা হয়েছে। এর সাথেই 66W Flash Charge টেকনোলজি যুক্ত 12GB RAM এবং Snapdragon 888 চিপসেট যুক্ত আইকিউ নিও 5 এসের সম্পর্কে সম্পূর্ণ ডিটেইল জানার জন্য এখানে ক্লিক করুন।
iQOO Neo 5SE এর স্পেসিফিকেশন্স
আইকিউ নিও 5 এসই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বলা হলে এই স্মার্টফোনটি 20:9 আস্পেক্ট রেশিওর সাথে 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.62 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ 144 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পলিঙ রেট সাপোর্ট করে। iQOO Neo 5SE স্মার্টফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 91.36 শতাংশ এবং এই ফোনটির ডিসপ্লে পি3 কালার গামিউট, 16.7 এম কালার, 395 পিপিআই এবং 1500:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।
iQOO Neo 5SE অ্যান্ড্রয়েড 11 আধারিত অরিজন ওএস ওশিয়ানে লঞ্চ হওয়ার সাথেই 3.2 গীগাহার্টসের ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে টেকনোলজিতে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। আইকিউর এই ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি যুক্ত এবং গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনটি অ্যাড্রিনো 650 জিপিইউ সাপোর্ট করে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8 জিবি আর 12 জিবি র্যাম সহ 128 জিবি এবং 257 জিবি স্টোরেজ সাপোর্ট করে।
আরও পড়ুন: চার্জিঙের সময়ে Electric Scooter এর বিস্ফোরণে নিহত একজন
আইকিউ নিও 5 এসই স্মার্টফোনটি ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ এফ/1.8 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই এফ/2.2 অ্যাপার্চার যুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য আইকিউর এই ফোনটি এফ/2.45 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
আইকিউর এই ফোনটি ডুয়াল সিম সাপোর্টের সাথে সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আইকিউ নিও 5 এসই ফোনটি 55 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 4,500 এমএএইচের ব্যাটারি সাপোর্ট করে। এই ফোনটিকে Mine Shadow Blue, Rock Crystal White এবং Phantom Color অপশনের সাথে বাজারে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন