16GB RAM এবং 120W Charging ফিচারসহ 27 জুন ভারতে লঞ্চ হতে পারে iQOO Neo 7 Pro, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 27 জুন লঞ্চ হতে পারে এই ফোনটি।
  • এটি রিব্র্যান্ডেড Neo 7 Racing Edition হতে চলেছে।
  • ভারতে আগামী জুলাই মাস থেকে Neo 7 Pro সেল করা হবে।

আইকু ইন্ডিয়ার সিইও নিপুণ মার্য্য কিছু দিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই ভারতে ব্র্যান্ডের তরফ থেকে iQOO Neo 7 Pro লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে টেক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইস তাদের এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই ফোনটির ডিটেইলস লিক হয়ে গেছে। আরও পড়ুন: আধার কার্ড হারিয়ে গেলে কী করবেন? জেনে নিন ডিটেইলস

iQOO Neo 7 Pro ভারতে লঞ্চ (লিক)

এমএসপি ওয়েবসাইট ইন্ডাস্ট্রি সোর্সের থেকে পাওয়া খবর অনুযায়ী জানিয়েছে আগামী 27 জুন ভারতে iQOO Neo 7 Pro লঞ্চ করা হতে পারে। জুনের শেষের দিকে লঞ্চের পর আগামী জুলাই মাস থেকে ভারতে ফোনটির সেল শুরু করা হবে। রিপোর্টে বলা হয়েছে iQOO Neo 7 Pro ফোনটি চীনে ইতিমধ্যে লঞ্চ করা Neo 7 Racing Edition এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে।

iQOO Neo 7 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.78 FHD+ AMOLED Screen
  • 16GB RAM + 512GB Storage
  • Qualcomm Snapdragon 8+ Gen 1
  • 50MP Back + 16MP Front Camera
  • 120W fast charging

ডিসপ্লে: এই আইকু ফোনে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120 হার্টস রিফ্রেশরেট এবং এইচডিআর10+ এর মতো ফিচার থাক্তে পারে। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে চলছে এইসব ফিল্ম, জেনে নিন ডিটেইলস

প্রসেসর: iQOO Neo 7 Pro তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএসে কাজ করবে বলে জানা গেছে।

RAM + স্টোরেজ: চীনে Neo 7 Racing Edition ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টে 16GB RAM যোগ করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে ভারতে iQOO Neo 7 Pro ফোনটিতেও 16GB LPDDR5 RAM দেওয়া হতে পারে। আরও পড়ুন: জেনে নিন WiFi পাসওয়ার্ড জানার দুটি সহজ পদ্ধতি

ক্যামেরা: চীনে এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি চামের সেন্সর ছিল।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং iQOO Neo 7 Pro ফোনটি 5000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: Geekbench-এ তালিকাভুক্ত Vivo Y27 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ফাস্ট চার্জিং: এই আগামী আইকু ফোনটি সত্যি নিও 7 রেসিং এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাব লঞ্চ করা হয় তবে এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here