Geekbench-এ তালিকাভুক্ত Vivo Y27 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • Vivo Y27 5G ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে।
  • এই ফোনে 8GB RAM এর সাপোর্ট থাকতে পারে।
  • এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যাবে।

মোবাইল নির্মাতা Vivo ক্রমাগত তাদের Y-সিরিজ প্রসারিত করে চলেছে। কোম্পানি গত মাসেই এই সিরিজের অধীনে Vivo Y35m এবং Vivo Y78 ফোন দুটি লঞ্চ করেছে। এবার Vivo Y27 5G স্মার্টফোনটিও শীঘ্রই লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আসলে এই ডিভাইসটি গিকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ক্যাশব্যাকের লোভে 2 লাখ টাকা খোয়ালেন দিল্লি পুলিশের আধিকারিক

Geekbench-এ তালিকাভুক্ত Vivo Y27 5G

Geekbench তালিকা অনুযায়ী Vivo-এর এই নতুন ডিভাইসটি V2248 মডেল নম্বর সহ লঞ্চ হয়েছে। এই ফোনটিতে Octa Core Dimensity 6020 প্রসেসর থাকতে পারে। এই প্রসেসরটি 2.2GHz ক্লক স্পিডে কাজ করে। যদি কোম্পানি এই প্রসেসরের সঙ্গে ফোনটি লঞ্চ করে তাহলে ফোনটির পারফরম্যান্স অনেক ভালো প্রমাণিত হবে।

  • Geekbench তালিকা অনুযায়ী এই ডিভাইসটি 8GB RAM সাপোর্ট করবে।
  • অপারেটিং সিস্টেমের কথা বললে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 বেসড হবে।
  • গিকবেঞ্চ টেস্টিংয়ে এই স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে 595 এবং মাল্টিকোর টেস্টে 1770 স্কোর করেছে।

এইসব তথ্যগুলো ছাড়া বর্তমানে এই ডিভাইসটির অন্য কোনো তথ্য সামনে আসেনি। যদিও এর আগে এই ডিভাইসটি NCC এবং ECC সহ Google Play কনসোল সার্টিফিকেশনেও দেখা গেছে। যেখানে ফোনের অনেক স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: নতুন কালার অপশন এবং লেদার ফিনিশসহ লঞ্চ হল Tecno SPARK GO 2023 এবং Spark 10 , জেনে নিন ডিটেইলস

Vivo Y27 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y27 5G ফোনে একটি 6.64-ইঞ্চি LCD FHD Plus ডিসপ্লে পাওয়া যাবে। যার মধ্যে 90hz রিফ্রেশরেট এবং হাই রেজোলিউশন থাকবে।
  • প্রসেসর: Vivo এর এই ডিভাইসটি Dimensity 6020 প্রসেসর সহ Geekbench এ তালিকাভুক্ত হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটিতে 8GB RAM আছে বলে জানা গেছে। যদিও কোম্পানি লঞ্চের সময় আরও অন্যান্য মডেল সামনে আনতে পারে এই মুহূর্তে এই ফোনের ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
  • ক্যামেরা: এই ডিভাইসটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স পাওয়া যাবে।
  • ব্যাটারি: Vivo Y27 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
  • কানেক্টিভিটি: এই ডিভাইসটিতে ডুয়াল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো অনেকগুলি বেসিক ফিচার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here