Highlights
- বর্তমান iQOO Neo 7 এর থেকে দামী iQOO Neo 7 Pro।
- এই ফোনে Snapdragon 8+ Gen1 SoC দেওয়া হয়েছে।
- ফোনটির দাম শুরু 34,999 টাকা থেকে।
দীর্ঘ প্রতীক্ষার পর আইকুর পক্ষ থেকে ভারতে iQOO Neo 7 Pro লঞ্চ করে দেওয়া হয়েছে। Neo-series এর অধীনে লঞ্চ করা এই ফোনটি বর্তমান iQOO Neo 7 এর থেকে দামী। এতে Snapdragon 8+ Gen1 SoC এবং 120W ফাস্ট চার্জিঙের মতো কিছু অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনটি মাত্র 8.5 এমএম চওড়া এবং এর ওজন 197 গ্রাম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন আইকু ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Motorola Razr 40 এবং Razr 40 Ultra, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন
iQOO Neo 7 Pro এর দাম এবং সেল
- iQOO Neo 7 Pro ফোনটির 8GB/128GB মডেলের দাম 34,999 টাকা এবং 12GB/256GB ভেরিয়েন্টের দাম 37,999 টাকা রাখা হয়েছে।
- আগামী 18 জুলাই পর্যন্ত এই ফোনটি 1,000 টাকা ডিসকাউন্টের সঙ্গে কেনা যাবে।
- এছাড়া এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
- কোম্পানি আইকু লয়াল গ্রাহকদের জন্য 6 মাসের নো কস্ট ইএমআই, 2,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং 1,000 টাকা অতিরিক্ত ছাড় দিচ্ছে।
- এছাড়া ফোনটির সঙ্গে 2 বছরের অতিরিক্ত ওয়ারেন্টি দেওয়া হবে।
iQOO Neo 7 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আইকু নিও 7 প্রো ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল কাটআউত সহ এই ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এটি এইচডিআর10+ সাপোর্ট করে।
- প্রসেসর, RAM এবং স্টোরেজ: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট দেওয়া হয়েছে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 730 জিপিইউ রয়েছে। ফোনটি LPDDR5 RAM এবং UFS 3.1 storage টেকনোলজিতে কাজ করে।
- ওএস: iQOO Neo 7 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএসের সঙ্গে কাজ করে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আইকু নিও 7 প্রোয়ের ব্যাক প্যানেলে F/1.88 অ্যাপার্চার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
iQOO Neo 7 Pro এর প্রতিদ্বন্দ্বী
ভারতীয় স্মার্টফোন বাজারে আপার মিদরেঞ্জ সেগমেন্টের বেশ কিছু ফোন এই ফোনটিকে কড়া টক্কর দিতে সক্ষম। সেগুলি হল-
- Motorola Edge 40
- OnePlus 10R 5G
- Samsung Galaxy S21 FE
- Google Pixel 6a
- Poco F5
- Tecno Phantom X2
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন