Categories: খবর

16GB RAM, 1TB Memory এবং Dimensity 9300+ প্রসেসর সহ বাজারে আসবে এই দুর্দান্ত স্মার্টফোন

iQOO ফেব্রুয়ারি মাসে ভারতে তাদের ‘Neo’ সিরিজের অধীনে iQOO Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 33,999 টাকা দামে সেল করা হচ্চে। এই ফোনটি 12GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করতে চলেছে। অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের ফটো এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে।

iQOO Neo 9s Pro এর ইমেজ

টিপস্টার অভিষেক যাদব টুইটারে ওপরের ছবিগুলি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা গেছে iQOO Neo 9s Pro ফোন রাউন্ড এজ ফ্ল্যাট এবং পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং নীচের ফ্রেমে স্পিকার সহ ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

iQOO Neo 9s Pro এর স্পেসিফিকেশন

Dimensity 9300+ প্রসেসর

এই ফোনের শেয়ার করা ছবি অনুযায়ী iQOO Neo 9s Pro MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেকের সবচেয়ে বড়ো চিপসেট, যার ঘোষণা গতকালই করা হয়েছে। এই প্রসেসর 3.4Ghz ক্লক স্পীডে কাজ করে।

গেমিং Chip Q1

শক্তিশালী প্রসেসর সহ এই আপকামিং iQOO ফোনটি মোবাইল গেমিং এর জন্য তৈরি, এতে Supercomputing Q1 চিপও দেওয়া হতে পারে। এই চিপ ফোনে উপস্থিত চিপসেটের সহযোগে কাজ করে, ফলে গেমিং ফাস্ট, স্মুথ এবং ল্যাগ ফ্রিভাবে উপভোগ করতে পারবে। এই গেমিং চিপ iQOO Neo9 Pro ফোনেও দেখা গিয়েছিল।

16GB + 16GB RAM

রিপোর্ট অনুযায়ী iQOO Neo 9s Pro ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হবে। শেয়ার করা ছবি অনুযায়ী এই ফোনে 16GB ফিজিক্যাল RAM সহ 16GB ভার্চুয়াল RAM দেওয়া হবে। ফলে এই দুটি RAM মিলিয়ে এই স্মার্টফোনে 32GB RAM সহ পেশ করা হবে।

1TB Storage

iQOO Neo 9s Pro স্মার্টফোনে 1টিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এটি 1টিবি মেমরি ফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে দেওয়া হতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 256জিবি ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে পেশ করা হতে পারে।

iQOO Neo 9 Pro

  • দাম: এই ফোন 8GB RAM + 128GB স্টোরেজের দাম 33,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজের দাম 35,999 টাকা রাখা হয়েছে। iQOO Neo 9s Pro স্মার্টফোনের সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ 37,999 টাকা দামে সেল করা হয়েছে।
  • ডিসপ্লে: iQOO Neo 9 Pro স্মার্টফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। এতে 144Hz রিফ্রেশ রেট, 3000নিটস পীক ব্রাইটনেস, এচডিআর 10+, 1.07 বিলিয়ন কলার ফিচার দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর সহ 3.2গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। এই ফোনে ডেডিকেটেট গেমিং চিপ রয়েছে।
  • ক্যামেরা: iQOO Neo 9 Pro স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল আইএমএক্স920 নাইট ভিজন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 Pro স্মার্টফোনে 5,160এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: iQOO Neo 9 Pro স্মার্টফোনটি আইপী54 সার্টিফাইট ফোন। এতে ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই 7,ব্লুটুথ,অপ্টিকল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সিলরোমিটর, প্রক্সিমিটি সেন্সরের মতো ফিচার দেওয়া হয়েছে।