লঞ্চের আগেই ওয়েবসাইটে লিস্টেড হল iQOO U1x, আরও জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

আইকু সম্পর্কে বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের আগামী ফোন নিয়ে কাজ করছে। এই আপকামিং স্মার্টফোন iQOO U1x নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানি এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু চাইনিজ ই-কমার্স প্ল‍্যাটফর্ম JD.com এ এই ফোনটি স্পট করা হয়েছে। ওয়েবসাইটে ফোনটির ডিজাইনের পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। সবার আগে এই লিস্টিং স্পট করে MySmartPrice

আরও পড়ুন: আবার হতাশ Jio ইউজার্স, 33 টাকা দাম বাড়ল জনপ্রিয় প্ল‍্যানের

প্রকাশিত ছবি অনুযায়ী iQOO U1x ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে IPS LCD প‍্যানেলের সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এছাড়া তেমন কোনো তথ্য জানা যায়নি।

ই-টেলার সাইটে iQOO U1x সম্পর্কে বলা হয়েছে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 মিড রেঞ্জ চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 6 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে 128 জিবি পর্যন্ত মেমরি দেখা যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে এই ফোনে ফাস্ট চার্জিং থাকবে কি না সেবিষয়ে কিছু বলা হয়নি। ফোনটি লাইট ব্ল‍্যাক ও মর্নিং ফরেস্ট কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: Jio 5G phone এর দাম হবে 2,500 টাকার আশেপাশে, আবার বদলে যাবে ভারতের মোবাইল ইন্ডাস্ট্রি

ফোনটির ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আগামী 21 অক্টোবর থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে যাবে বলে জানা গেছে। তাই আশা করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে।

iQOO U1

iQOO U1 এ 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটি LPPDR4x RAM ও UFS 2.1 স্টোরেজের সঙ্গে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর ও 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে।

আরও পড়ুন: 2 নভেম্বর লঞ্চ হবে ‘মেড ইন ইন্ডিয়া’ Micromax In সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার

ফোটোগ্ৰাফির জন্য iQOO U1 এ ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। iQOO U1 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here