প্রকাশিত হল iQOO Z7 Pro 5G ফোনের টিজার , দেখে নিন স্পেসিফিকেশন

Highlights

  • কোম্পানির CEO নিপুণ মারিয়া টিজারের ছবিটি শেয়ার করেছেন।
  • ডিভাইসটিতে একটি কার্ভ ডিসপ্লে রয়েছে বলে জানা গেছে।
  • আগামী মাসের শুরুতে ফোনটি লঞ্চ হতে পারে।

iQOO কোম্পানি এই বছরের মার্চ মাসে ভারতে তাদের iQOO Z7 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। শীঘ্রই এর Pro মডেল iQOO Z7 Pro 5G লঞ্চ হবে। কোম্পানির CEO নিজেই নতুন ফোনের টিজার ইমেজ শেয়ার করার সময় ফোনটির ডিটেইলস জানিয়েছেন। এই নতুন মোবাইলটি আরও উন্নত স্পেসিফিকেশন এবং আপগ্রেড সহ মার্কেটে প্রবেশ করবে বলে অনুমান করা হচ্ছে। এই পোস্টে আপনাদের এই ফোনের লঞ্চ টাইমলাইন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: একাধিক ট্র‍্যাকিং ফিচার সহ লঞ্চ হল Noise এর নতুন Luna Smart Ring, দেখে নিন ডিটেইলস

iQOO Z7 Pro 5G ফোনের টিজার ইমেজ

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির CEO নিপুণ মারিয়া iQOO -এর নতুন Pro ডিভাইসের লঞ্চের তথ্য শেয়ার করেছেন।
  • পোস্টে তিনি লিখেছেন যে এই নতুন ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হবে। এর সাথে তিনি নতুন ডিভাইসটিতে কার্ভড ডিসপ্লে থাকবে বলেও জানিয়েছেন।
  • আপনারা টিজার ইমেজে দেখতে পাবেন যে নতুন ডিভাইসটি কার্ভ প্যানেল এবং পাঞ্চ হোল কাট আউট ডিজাইন সহ লঞ্চ হয়েছে।
  • কোম্পানির CEO ফোনটির লঞ্চ টাইমলাইন সম্পর্কে লিখেছেন Coming Soon, যার মানে ডিভাইসটির এন্ট্রি এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতে হতে পারে।

iQOO Z7 Pro 5G ফোনের দাম (সম্ভাব্য)

বর্তমানে মার্কেটে উপস্থিত iQOO Z7 5G মোবাইলটি 21,990 টাকা দামে সেল হচ্ছে, এই দামটি ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। একইসঙ্গে যদি iQOO Z7 Pro 5G মডেল মার্কেটে আসে, তাহলে এর দাম প্রায় 4 বা 5 হাজার টাকা বাড়তে পারে। তবে প্রসেসর, ডিসপ্লে সহ কোম্পানি এই ফোনে কি কি পরিবর্তন আনে সেটাও দেখার বিষয়। এই পোস্টে আপনাদের iQOO Z7 5G ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: চীনে লঞ্চ হল OPPO K11 5G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

iQOO Z7 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: iQOO Z7 5G ফোনে একটি 6.38-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 2400×1080 এর পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে 2.5GHz ক্লক স্পিড সহ MediaTek Dimensity 920 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G68 GPU সাপোর্ট রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 6GB র‌্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।
  • ক্যামেরা: iQOO Z7 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার মধ্যে ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং OIS সাপোর্ট সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই মোবাইলটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • OS: এই মোবাইল ফোনটি Android 13 বেসড Funtouch OS 13 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here