ডুয়েল ক‍্যামেরা ও বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল আইটেল এ62, দাম মাত্র 7,499 টাকা

টেক কোম্পানি আইটেল আজ ভারতে তাদের প্রথম ডুয়েল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছে‌। আইটেল আজ এ62 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। কোম্পানি ফোনটির দাম 7,499 টাকা রেখেছে যা অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও পাওয়া যাবে।

আইটেল এ62 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির ডুয়েল রেয়ার ক‍্যামেরা। এটি ভারতে লঞ্চ করা কোম্পানির প্রথম ডুয়েল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। এই ফোনটি 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5.65 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যা এইচডি+ রেজলিউশন সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর মিডিয়াটেক এমটি6739ডব্লিউএ চিপসেটে রান করে।

শাওমি টুইট করেছে মি এ2 স্মার্টফোনের ফোটো, দেখুন কেমন হবে এই সস্তা ও পাওয়ারফুল স্মার্টফোন

ক‍্যামেরা ফোনটিতে 2 জিবি র‍্যাম যোগ করেছে। ফোনে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা ও সেকেন্ডারি ভিজিএ ক‍্যামেরা দেওয়া হয়েছে ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আইটেল এ62 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ওটিজি সাপোর্টসহ 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। আইটেল এ62 স্মার্টফোনটি ব্ল‍্যাক, শপেণ ও রেড কালার ভেরিয়েন্ট 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here