মাত্র 1499 টাকা দামে লঞ্চ হল Itel it5330 ফিচার ফোন, পাওয়া যাবে 12 দিন ব্যাকআপ, চলবে না জিও সিম

ভারতে আইটেল স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোনের জন্যও যথেষ্ট জনপ্রিয়। কোম্পানির পক্ষ থেকে ভারতীয় ইউজারদের জন্য 1,500 টাকার চেয়েও কম দামের একটি সস্তা ফিচার ফোন হিসাবে নতুন Itel it5330 ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনে গ্লাস ফিনিশ বডি ডিজাইন, 2.8 ইঞ্চির ডিসপ্লে এবং 1900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফিচার ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Itel it5330 এর স্পেসিফিকেশন

  • Itel it5330 ফিচার ফোনে গ্লাস ফিনিশ ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 11.11mm।
  • এই ফিচার ফোনে 2.8 ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে 1900mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 12 পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
  • এই ফোনটি ইংলিশ, হিন্দি, বাংলা, পাঞ্জাবি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড়ের মতো বিভিন্ন ভারতীয় ভাষা সাপোর্ট করে।
  • বিনোদনের জন্য এই ফোনে ওয়্যারলেস এফএম রেডিও যোগ করা হয়েছে।
  • এই ফোনে অটো কল রেকর্ডিং এবং কিং ভয়েস ফিচার রয়েছে।
  • এতে ডুয়েল সিম স্লট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
  • ডেটা স্টোর করার জন্য এই ফোনে 32GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।
  • জানিয়ে রাখি Itel it5330 ফোনে শুধুমাত্র 2G নেটওয়ার্ক সাপোর্ট করে, ফলে এই ফোনে জিও 4G সিম ব্যাবহার করা যায় না।

Itel it5330 এর দাম ও সেল

  • কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Itel it5330 ফোনটি মাত্র 1,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি ব্লু, লাইট ফ্রীন, লাইট ব্লু এবং ব্ল্যাক কালারে সেল করা হবে।
  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত রিটেইল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here