6,000mAh ব্যাটারি এবং 10.1-ইঞ্চি ডিসপ্লেসহ লঞ্চ হল 4G ট্যাবলেট iTel PAD 1, জেনে নিন দাম

Highlights

  • iTel PAD 1 ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট যেখানে একটি সিম কার্ড স্লট রয়েছে৷
  • এই ট্যাবলেট ডিভাইসটি 4G VoLTE + Wi-Fi উভয় কানেক্টিভিটি সাপোর্ট করে।
  • 10 ইঞ্চির থেকেও বড় স্ক্রিন সহ এতে 6,000mAh ব্যাটারি রয়েছে।

টেক ব্র্যান্ড iTel ভারতীয় মার্কেটে তাদের প্রথম কলিং ট্যাবলেট iTel PAD 1 লঞ্চ করেছে। এই ট্যাবলেট ডিভাইসটি 10.1 ইঞ্চি বড় IPS ডিসপ্লে এবং 10W চার্জিং সাপোর্ট সহ মার্কেটে লঞ্চ হয়েছে, যেখানে একটি শক্তিশালী 6,000 mAh ব্যাটারি রয়েছে। এই ট্যাবলেটের দাম মাত্র 12,999 টাকা। এই পোস্টে আপনাদের 4G VoLTE + Wi-Fi সাপোর্ট সহ itel Pad 1 এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপস এবং ব্রাউজার থেকে Cache ফাইল ডিলিট করার কিছু সহজ পদ্ধতি

itel PAD 1 এর দাম

itel PAD 1 ভারতের মার্কেটে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবলেটে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে, যার দাম 12,999 টাকা। iTel PAD 1 এর সেল আজ থেকেই শুরু হয়েছে এবং এই ট্যাবটি অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেল স্টোর উভয় থেকেই কেনা যাবে। প্যাড 1 ট্যাবলেটটি মার্কেটে deep grey এবং light Blue কালার অপশনে সেলের জন্য পাওয়া যাচ্ছে।

iTel PAD 1 ট্যাবলেটের স্পেসিফিকেশন

  • 10.1″HD+ IPS ডিসপ্লে
  • 4G VoLTE + Wi-Fi
  • 5MP রেয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা
  • 6,000mAh ব্যাটারি
  • অ্যান্ড্রয়েড 12 Go Edition
  • 4GB RAM + 128GB স্টোরেজ
  • Unisoc SC9863A1 প্রসেসর

itel Pad 1 একটি মেটাল ইউনিবডি ডিজাইনে নির্মিত যা 1280 x 800 পিক্সেল রেজলিউশন সহ 10.1-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে সাপোর্ট করে। স্ক্রিনের চারপাশে ওয়াইড বেজেল দেওয়া হয়েছে এবং উপরের বেজেলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবলেটের ডায়মেনশন 241.37×160.16×8.2mm। এই ট্যাবলেটটিতে 3.5mm এবং OTG সাপোর্টও রয়েছে। আরও পড়ুন: এইদিন লঞ্চ হবে ভারতের প্রথম Dimensity 930 চিপসেট যুক্ত স্মার্টফোন Moto G73, জেনে নিন বিস্তারিত

itel pad 1 সবথেকে ভালো দিকটি হল এতে সিম কার্ড ব্যবহার করা যাবে।এই ট্যাবলেটটি 4G নেটওয়ার্কে কাজ করার পাশাপাশি সিম ছাড়া WiFi এর মাধ্যমেও কানেক্ট করা যাবে। এই ট্যাবটি 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যা কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

এই ট্যাবলেটটি Android 12 ‘Go’ এডিশনে কাজ করে যেখানে Google Go অ্যাপগুলিও ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই অ্যাপগুলি কম RAM এবং স্টোরেজেও সহজে প্রসেস করে এবং কম ইন্টারনেট ডেটা এবং ব্যাটারি খরচ করে। প্রসেসিং এর জন্য iTel PAD 1 ট্যাবে Unisoc SC9863A1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আরও পড়ুন: 64MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরাসহ লঞ্চ হল Vivo V27e স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য ট্যাবের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ যুক্ত একটি 5-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য itel Pad 1 ট্যাবে একটি 6,000 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ট্যাবলেটটিতে 3.5mm এবং OTG সাপোর্টও রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here