Jio বিনামূল্যে দিচ্ছে 498 টাকার রিচার্জ, আদৌ কি সত্যি?

করোনা ভাইরাসের মতো চরম সংকটজনক পরিস্থিতিতৈ বর্তমানে গোটা দেশে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন সময়ে হোয়াটস‌অ্যাপের মাধ্যমে একটি ম‍্যাসেজ খুব ভাইরাল হচ্ছে। এই ম‍্যাসেজে বলা হচ্ছে বিনামূল্যে রিলায়েন্স জিওর পক্ষ থেকে 498 টাকার রিচার্জ করানো হচ্ছে। এই ম‍্যাসেজের সঙ্গে একটি লিঙ্ক আছে এবং বলা আছে এই লিঙ্কে ক্লিক করলেই রিচার্জ হয়ে যাবে।

আল পড়ুন: লক ডাউনের সময় বাড়ি বসে বোর হচ্ছেন? বিনামূল্যে এই অ্যাপগুলি আপনাকে জুড়ে রাখবে আপনার বন্ধুদের সঙ্গে

ম‍্যাসেজে কি লেখা আছে?

হোয়াটস‌অ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিলায়েন্স জিওর নামে যে ম‍্যাসেজটি ভাইরাল হচ্ছে তাতে লেখা আছে, “দেশের এই চরম সংকটজনক পরিস্থিতিতে রিলায়েন্স জিও ভারতীয় ইউজারদের 498 টাকার ফ্রি রিচার্জ দিচ্ছে, এই ফ্রি রিচার্জ উপভোগ করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করূন…https:jionewoffer.online.. দয়া করে মনে রাখবেন: এই অফার শুধুমাত্র 31 মার্চ পর্যন্ত চালু থাকবে।”

ম‍্যাসেজের সত‍্যতা

আসলে জিওর এই ফ্রি রিচার্জ উপভোগ করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে এবং এতে ক্লিক করতে বলা হয়েছে। এই লিঙ্কটি ওপেন করলে ইউজারদের থেকে কিছু তথ্য চাওয়া হচ্ছে। একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এই লিঙ্কের ডোমেইন একটি সাধারণ ওয়েবসাইটের তুলনায় যথেষ্ট আলাদা। এক কথায় বলতে গেলে এই ম‍্যাসেজটি পাঠিয়ে কেউ বা কারা আপনাদের ফোন হ‍্যাক করতে চাইছে।

আরও পড়ুন: Coronavirus: Vivo ও Realme এর পর এবার ফোনের লঞ্চ ডেট পিছিয়ে দিল Xiaomi

হ‍্যাকারদের থেকে সাবধান

আপনাদের জানিয়ে রাখি এই ধরনের ম‍্যাসেজের মাধ্যমে প্রলোভন দেখিয়ে করোনা ভাইরাসের ভয়ে যখন সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত তখন এক শ্রেণীর মানুষ তাদের ফোন ও ল‍্যাপটপ হ‍্যাক করার চেষ্টা করছে। এই লিঙ্কে ক্লিক করার মানে হল তাদের কাজ এক কদম এগিয়ে দেওয়া। যদি আপনিও এই ধরনের জিও অফার সম্পর্কিত ম‍্যাসেজ পেয়ে থাকেন তবে আপনাকে অনুরোধ করছি এই লিঙ্কে ক্লিক করবেন না বা অন‍্য কাউকে ফরোয়ার্ড‌ও করবেন না।

কিভাবে বুঝবেন কোনো ম‍্যাসেজ ফেক কি না?

-আগে দেখুন ম‍্যাসেজটি কোনো বিশ্বস্ত সোর্স থেকে আসছে কি না।

-অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফার সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

-ম‍্যাসেজটি সত্যি না মিথ্যা না জানা পর্যন্ত কোনো দিন কোনো ম‍্যাসেজের সঙ্গে পাঠানো লিঙ্কে ক্লিক করবেন না।

-URL https:// এর মানে হল সাইটটি এনক্রিপ্টেড। কিন্তু তার মানে এই নয় যে একে সুরক্ষিত হতেই হবে। এর একটি উৎকৃষ্ট উদাহরণ হল https:jionewoffer.online । এটি কোনো ফিশিং ওয়েবসাইট হতে পারে, তাই অচেনা অজানা কোনো লিঙ্ক ওপেন করার আগে তার সত‍্যতা যাচাই করে নেওয়া উচিত। 

-অজ্ঞাত নাম্বার বা ইমেইল থেকে পাওয়া লিঙ্কে কখনোই ক্লিক করা উচিত নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here