Reliance Jio ধীরে ধীরে ভারতের বিভিন্ন শহরে তাদের 5G নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে চলেছে। ইতিমধ্যে দেশের 75টি শহরে Jio 5G সার্ভিস চালু করা হয়েছে। এইসব শহরে কোম্পানির গ্রাহকদের জিও ওয়েলকাম অফার হিসাবে ইনভিটেশন পাঠাচ্ছে। এছাড়াও কোম্পানি সেই ইউজারদের ফ্রি 1GBPS+ স্পীড এবং আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ডিসেম্বর, 2023 এর মধ্যেই দেশের প্রতিটি শহর থেকে শুরু করে প্রতিটি গ্রামে জিও ট্রু 5G সার্ভিস লঞ্চ করে দেবে। নিচে সেইসব শহরের তালিকা দেওয়া হল যেখানে ইতিমধ্যে কোম্পানির 5G পরিষেবা লঞ্চ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: এবার Android ফোনেও পাওয়া যাবে iPhone এর মতো emergency SOS ফিচার, জেনে নিন ডিটেইলস
এইসব শহরে চালু হয়েছে Jio 5G পরিষেবা
- October 4, 2022: Delhi, Mumbai, Varanasi, Kolkata
- October 22, 2022: Nathdwara, Chennai
- November 10, 2022: Bengaluru, Hyderabad
- November 11, 2022: Gurugram, Noida, Ghaziabad, Faridabad
- November 23, 2022: Pune
- November 25, 2022: 33-districts of Gujarat
- December 14, 2022: Ujjain temples
- December 20, 2022: Kochi and Guruvayur temple
- December 26, 2022: Tirumala, Vijayawada, Vishakhapatnam, Guntur,
- December 28, 2022: Lucknow, Trivandrum, Mysuru, Nashik, Aurangabad, Chandigarh, Mohali, Panchkula, Zirakpur, Kharar and Derabassi
- December 29, 2022: Bhopal and Indore
- January 5, 2023: Bhubaneshwar and Cuttack
- January 6, 2023: Jabalpur, Gwalior, Ludhiana and Siliguri
- January 7, 2023: Jaipur, Jodhpur and Udaipur
জানিয়ে রাখি ভারতে 100 শতাংশ 5G সার্ভিস পাওয়া রাজ্যের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে গুজরাত। কোম্পানি বর্তমানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের 5G সার্ভিস প্রোভাইড করে চলেছে। Jio 5G উপভোগের জন্য ইউজারদের নতুন করে SIM কার্ড নেওয়ার প্রয়োজনও নেই। কোম্পানির গ্রাহকরা তাদের 4G প্ল্যানের সঙ্গেই 5G পরিষেবা ব্যাবহার করতে পারবেন। আরও পড়ুন: এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায়
Jio 5G Welcome Offer
কোম্পানির পক্ষ থেকে তাদের 5G ব্যাবহারকারীদের Jio 5G Welcome অফারের মাধ্যমে 5GB ডেটা দেওয়া হচ্ছে। এই 5GB ডেটা ইউজাররা 1Gbps স্পিডে উপভোগ করতে পারবেন। সবচেয়ে বড় কথা এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না। তবে কোনো ইউজার যদি কোম্পানির পক্ষ থেকে Jio 5G এর জন্য ইনভাইট না পেয়ে থাকেন সেক্ষেত্রে ইউজারদের নিজে থেকে Jio 5G উপভোগ করার জন্য ‘Welcome Offer’ এর জন্য রেজিস্টার করতে হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Jio 5G Service
Jio 5G Service শুরু হওয়ার পরেও ইউজারদের এই সার্ভিস কিভাবে অন করতে হবে তা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। যদিও আপনিও আপনার ফোনে কোম্পানির 5G সার্ভিস অ্যাক্টিভেট করার উপায় জানতে চান তবে এখানে ক্লিক করুন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন