জানা গেল Jio 5G Phone লঞ্চের পরিকল্পনা, সঙ্গে আসছে সস্তা ল‍্যাপটপ JioBook

রিলায়েন্স জিও গত বছর তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) এর মঞ্চে ঘোষণা করেছিল কোম্পানি ভারতে কম দামে 5জি স্মার্টফোন লঞ্চ করবে। এই ঘোষণার পর থেকে বিভিন্ন রিপোর্টেএই ফোনটি সম্পর্কে বলা হয়েছে। এবার আরও একবার Jio 5G Phone সম্পর্কে জানা গেছে। শোনা যাচ্ছে রিলায়েন্স জিও এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই ফোনটি লঞ্চ করতে পারে। এছাড়া এই ফোনটির পাশাপাশি কোম্পানি কম দামে JioBook ল‍্যাপটপ‌ও পেশ করবে।

ইকোনমিক টাইমস তাদের রিপোর্টেJio 5G Phone এরলঞ্চের কথা জানিয়েছে। ইটির রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) Jio 5G Phone এররিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আগামী মে-জুন মাসের টাইমলাইন সেট করেছে এবং এর মধ্যেই।কোম্পানির আগামী এবং প্রথম 5জি ফোনের আর অ্যান্ড ডি শেষ করতে হবে। শোনা যাচ্ছে রিলায়েন্সের এই প্রজেক্টে টেক জগতের অন‍্যতম কোম্পানি গুগল সহায়তা করছে এবং ফোনটি গুগলের সঙ্গে মিলেই তৈরি করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী Jio 5G Phone এরডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে মার্কেটে এই স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হবে। অর্থাৎ আগামী জুলাই মাসের পর Jio 5G Phone স্মার্টফোন ভারতে লঞ্চ করা হতে পারে। আবার কোম্পানির এই বছরের এজিএমের মঞ্চেও অফিসিয়ালি পেশ করা হতে পারে। জানা গেছে রিলায়েন্স জিও Jio 5G Phone এর পাশাপাশি কম দামের ল‍্যাপটপ JioBook এ কাজ করছে।

সস্তা 5G ফোনের ক্ষমতা

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Jio 5G Phone এ 5 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য এতে শর্টকাট গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন দেওয়ার সম্ভাবনা আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে এবং এতে 2 জিবি র‍্যাম দেওয়া হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে Jio 5G Phone এ কমপক্ষে 256 জিবি মেমরি কার্ড সাপোর্ট করবে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Jio 5G Phone এ 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

রিলায়েন্স জিও অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কোম্পানির 5জি নেটওয়ার্ক প্রস্তুত এবং ভারতে 5জি স্পেকট্রাম এলেই এর সূচনা হয়ে যাবে। আশা করা হচ্ছে 2021 এর মধ্যেই ভারতে 5জি স্পেকট্রামের নিলাম শুরু হয়ে যাবে এবং এরপর খুব স্বাভাবিক ভাবেই 5জি পরিষেবা চালু হয়ে যাবে। 5জি সম্পর্কে ঘোষণার সময় মুকেশ আম্বানি জানিয়েছেন জিও 5জি নেট‌ওয়ার্ক সম্পূর্ণ ভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ হবে। এছাড়াও কোম্পানি গুগলের সঙ্গে হাত মিলিয়ে তাদের নিজস্ব 5জি স্মার্টফোন তৈরির কথা জানিয়েছেন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের নাম সম্পর্কে কিছু বলা না হলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে এটি মেড ইন ইন্ডিয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here