লঞ্চ হল Jio AirFiber, কম দামে পাওয়া যাবে সুপার ফাস্ট ইন্টারনেট

রিলায়েন্স জিও আজ গণেশ চতুর্থীর দিন তাদের এয়ার ফাইবার পরিষেবা লঞ্চ করে দিয়েছে। গত 28 আগস্ট 46তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এর চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা করে রেখেছিলেন। কোম্পানির পক্ষ থেকে আপাতত দেশের 8টি মেট্রো শহরে এই সার্ভিস লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি Jio AirFiber আসলে একটি ইন্টিগ্রেটেড এন্ড টু এন্ড সলিউশন, যা হোম এন্টারটেইনমেন্ট, স্মার্ট হোম সার্ভিস এবং ব্রডব্যান্ডের মতো একাধিক সুবিধা প্রদান করবে।

এইসব শহরে লঞ্চ হয়েছে Jio AirFiber

কোম্পানি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কোলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং পুনেতে Jio AirFiber সার্ভিস লঞ্চ করেছে। Jio AirFiberলঞ্চ করে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, “আমাদের ফাইবার-টু-দা-হোম সার্ভিস জিও ফাইবার 1 কতির চেয়ে বেশি গ্রাহকদের পরিষেবা প্রদান করছে এবং প্রতি মাসে হাজার হাজার নতুন গ্রাহক এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে এখনও লক্ষ লক্ষ ইউজার এবং ব্যবসায়ীদের কাছে সার্ভিস পৌঁছান বাকি।

Jio AirFiber প্ল্যান ডিটেইলস

  • AirFiber প্ল্যানে গ্রাহকদের 30Mbps এবং 100Mbps দুই ধরনের স্পীড দেওয়া হবে।
  • কোম্পানি প্রাথমিক 30Mbps প্ল্যানের দাম রেখেছে 599 টাকা। এবং 100Mbps প্ল্যানের দাম শুরু 899 টাকা থেকে।
  • দুটি প্ল্যানেই 550টিরও বেশি ডিজিটাল চ্যানেল এবং 14টি এন্টারটেইনমেন্ট অ্যাপের সুবিধা পাওয়া যাবে।
  • এছাড়া কোম্পানি 100Mbps স্পীড সহ একটি 1,199 টাকা দামের প্ল্যান পেশ করেছে।
  • এতে 550টির বেশি ডিজিটাল চ্যানেল এবং 14টি এন্টারটেইনমেন্ট অ্যাপের সঙ্গে নেটফ্লিক্স, আমাজন এবং জিও সিনেমার মতো প্রিমিয়াম অ্যাপের সুবিধা পাওয়া যায়।

Jio AirFiber Max প্ল্যান ডিটেইলস

  • যেসব ইউজারদের বেশি স্পীডের ইন্টারনেট প্রয়োজন তাঁরা ‘এয়ার ফাইবার ম্যাক্স’ প্ল্যানগুলি বেছে নিতে পারেন।
  • এই ক্যাটাগরিতে 300Mbps থেকে শুরু করে 1000Mbps অর্থাৎ 1Gbps পর্যন্ত মোট তিনটি প্ল্যান বাজারে পেশ করেছে।
  • 1499 টাকা দামের প্ল্যানে 300Mbps স্পীড পাওয়া যায়।
  • 2499 টাকার প্ল্যানে ইউজাররা 500Mbps স্পীডে ইন্টারনেট পাবেন।
  • এছাড়া যেসব ইউজার 1Gbps স্পীডে ইন্টারনেট চান তাদের 3999 টাকা খরচ করতে হবে।
  • এই ক্যাটাগরির সমস্ত প্ল্যানের সঙ্গেই 550টির বেশি ডিজিটাল চ্যানেল এবং 14টি এন্টারটেইনমেন্ট অ্যাপের সঙ্গে নেটফ্লিক্স, আমাজন এবং জিও সিনেমার মতো প্রিমিয়াম অ্যাপের সুবিধা দেওয়া হচ্ছে।

এভাবে বুক করুন Jio AirFiber

অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে Jio AirFiber বুক করা যায়। এর জন্য 60008-60008 নাম্বারে মিসড কল দিয়ে বা www.jio.com ভিজিট করে বুকিং প্রসেস চালু করতে হবে। এছাড়া জিও স্টোর থেকেও Jio AirFiber সার্ভিস কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here