8 জিবি র‍্যাম, পপ আপ সেলফি ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Honor 9X Pro, পেশ হলো Honor 9X ও

Honor জাধিয়েছিল কোম্পানি 23 জুলাই তাদের X সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন পেশ করতে পারে। কথামতো কোম্পানি ওইদিনই আন্তর্জাতিক মঞ্চে তাদের এই স্মার্টফোন সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। Honor এর পক্ষ থেকে গ্লোবাল স্তরে Honor 9X ও Honor 9X Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অসাধারণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশন‌ওয়ালা এই স্মার্টফোন দুটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হয়েছে। প্রসঙ্গত Honor 9X এবং Honor 9X Pro কোম্পানির প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন।

12 আগস্ট লঞ্চ হতে পারে Jio GigaFiber, পাওয়া যাবে 100 জিবি পর্যন্ত কম্প্লিমেন্টারি ডেটা

লুক ও ডিজাইন
Honor 9X ও Honor 9X Pro দুটি ফোন‌ই বেজল লেস ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনদুটির ফ্রন্ট প‍্যানেলে কোনো নচ দেওয়া হয়নি। ফোনদুটির ফ্রন্ট প‍্যানেলের তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। Honor 9X ও Honor 9X Pro এর ওপরের প‍্যানেলের বাঁদিকে পপ আপ সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

Honor 9X এ ডুয়েল ও Honor 9X Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনদুটির ব‍্যাক প‍্যানেলে ওপরে বাঁদিক ঘেঁষে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট‌ও দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপে 48 MP AI Camera লেখা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Honor এর ব্র‍্যান্ডিং দেওয়া আছে। এই ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের ডানদিকের প‍্যানেলে দেওয়া হয়েছে।

Xiaomi এর নতুন দান, কমানো হলো তিনটি স্মার্ট টিভির দাম

ফিচার ও স্পেসিফিকেশন
Honor 9X সিরিজের এই দুটি স্মার্টফোনেই 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনদুটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.27 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের কিরীন 810 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Honor 9X ও Honor 9X Pro তে জিপিইউ টার্বো 2.0 টেকনিক দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Honor 9X ও Honor 9X Pro এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে দুটি ফোনেই 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই দুটি সেন্সর ছাড়াও Honor 9X Pro তে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি ফোনেই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme X কে টক্কর দিতে 1 আগস্ট আসছে Huawei এর নতুন Y9 Prime, লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সব ডিটেইলস

Honor 9X ও Honor 9X Pro দুটি ফোন‌ই ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সঙ্গে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 9X ও Honor 9X Pro তে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

দাম
Honor 9X এর সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং এর দাম রাখা হয়েছে 1,399 ইউয়ান। ভারতীয় টাকায় এই দাম প্রায় 14,000 টাকার সমান। এক‌ই ভাবে ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,599 ইউয়ান এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,899 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 16,000 টাকা ও 19,000 টাকার সমান।

12 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্ন‍্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2

Honor 9X Pro এর প্রাথমিক ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে। এই ভেরিয়েন্টের দাম 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 22,000 টাকা। এছাড়া ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিযুক্ত যার দাম 2,399 ইউয়ান অর্থাৎ প্রায় 24,000 টাকা। এই দুটি ফোন‌ই চীনে 30 জুলাই থেকে প্রিবুকিং চালু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here