ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর কাছে তাদের ইউজারদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে। মাস কয়েক আগে কোম্পানির পক্ষ থেকে তাদের প্ল্যানের দাম বাড়ানো হয়েছিল। জিও এই সময় তাদের ফ্রি 5G অফারের ক্ষেত্রেও পরিবর্তন করেছিল, এরপর থেকে শুধুমাত্র 2GB ডেইলি ডেটা সহ প্ল্যানেই ফ্রি 5G দেওয়া হয়। এর আগে 239 টাকা বা এর চেয়ে বেশি দামের যে কোনো প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হত। এই পোস্টে জিওর সবচেয়ে সস্তা আনলিমিটেড 5G ডেটা সহ প্ল্যানটি সম্পর্কে আলোচনা করা হল।
Jio এর সবচেয়ে সস্তা 5G প্ল্যান
কোম্পানির এই প্ল্যানটির দাম 198 টাকা। এটি জিওর পাশাপাশি ভারতের বাজারে উপস্থিত সবচেয়ে সস্তা 5G প্ল্যানের তকমাও পেয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানটি সম্পর্কে।
Jio এর 198 টাকা দামের 5G প্ল্যানের ডিটেইলস
জিওর 198 টাকা দামের প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 100 এসএমএস/দিন এবং ডেইলি 2GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি মাত্র 14 দিন। এই প্ল্যানে এক্সট্রা বেনিফিট হিসাবে JioTV, JioCinema এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়। FUP ডেটা লিমিত শেষ হয়ে গেলে 4G ডেটা স্পীড কমে 64Kbps হয়ে যায়।
আমাদের ধারণা এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য পেশ করা হয়েছিল যারা 5G এর জন্য বেশি টাকা খরচ করতে চান না, আবার 5G সার্ভিস এক্সপেরিয়েন্স করেও দেখতে চান।
Note: জানিয়ে রাখি গত জুলাই মাসে প্ল্যানের দাম বৃদ্ধির অনেক পরে এই প্ল্যানটি পেশ করা হয়েছিল। এই প্ল্যানটি ছাড়া কোম্পানির সবচেয়ে সস্তা 5G প্ল্যানের দাম 349 টাকা।
Jio এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান
জিওর সবচেয়ে সস্তা 1GB প্রিপেইড প্ল্যানের দাম 209 টাকা। বর্তমানে এটিই জিওর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি 22 দিন অর্থাৎ এতে মোট 22GB ডেটা পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ডেটা স্পীড কমে 64kbps হয়ে যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 এসএমএস উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে JioTV, JioCinema (প্রিমিয়াম নয়) এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়।