দীপাবলির উপহার নিয়ে হাজির Jio! এই দুটি রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে হাজার টাকার বেনিফিট

বিখ্যাত টেলিকম কোম্পানি Reliance Jio তাদের ইউজারদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। কোম্পানি 899 টাকা এবং 3,599 টাকা দামের প্ল্যানে দারুণ অফার পেশ করেছে। জিও পক্ষ থেকে এই অফারটিকে Diwali Dhamaka Offer বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দুটি প্ল্যানে ইউজারদের 3350 টাকার বেশি কুপন দেওয়া হবে। এই কুপনগুলি শপিং, ট্রাবেলিং এবং খাবার প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে। এই কুপনগুলি EaseMyTrip, AJio এবং Swiggy হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফারের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

এইসব প্ল্যানে পাওয়া যাচ্ছে অফার

জিওর বক্তব্য অনুযায়ী যেসব ইউজাররা 25 অক্টোবর থেকে 5 নভেম্বরের মধ্যে 899 টাকা দামের প্ল্যানে কোয়াটারলি এবং 3,599 টাকা দামের একবছরের রিচার্জ প্ল্যান বেচে নেবেন, সেইসব ইউজাররা কুপনের বেনিফিট পেয়ে যাবেন। যখনি ইউজাররা জয়ী প্ল্যানে রিচার্জ করাবেন, ঠিক সেই সময় থেকে MyJio অ্যাপে পাওয়া কুপনটি দেখা যাবে। আবার এই কুপন কপি করে এগুলি পার্টনার প্ল্যাটফর্মগুলিতে ব্যাবহার করা যাবে।

জিওর বক্তব্য অনুযায়ী ইউজাররা EaseMyTrip এর মাধ্যমে ফ্লাইট এবং হোটেল বুকিং করলে 3,000 টাকা অফ পেয়ে যাবেন। আবার Swiggy মাধ্যমে খাবার অর্ডার করলে 150 টাকা অফ পাওয়া যাবে। এছাড়াও AJio মাধ্যমে শপিং করলে 200 টাকা অফ দেওয়া হবে।

Note: অফার হিসেবে জিতে নেওয়া কুপনটি অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করা যাবে না। তবে এটি বন্ধু/পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করা যাবে।

899 টাকা এবং 3,599 টাকা দামের প্ল্যানের ডিটেইলস

  • Jio এর 899 টাকা দামের রিচার্জ প্ল্যান: 90 দিনের ভ্যালিডিটি সহ 899 টাকা দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2জিবি 5G ডেটা সহ 20জিবি এক্সট্রা ডেটা বেনিফিট দেওয়া হয়। একইভাবে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 এসএমএস সুবিধা পাওয়া যায়।
  • Jio এর 3599 টাকা দামের রিচার্জ প্ল্যান: 365 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন এবং প্রতিদিন 2.5জিবি ডেটা সুবিধা পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here