Home খবর লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Highlights

2023 সালের শেষ নাগাদ Reliance Jio কোম্পানির Jio Phone 5G ফোন লঞ্চ হয়ে যাবে তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে এই ফোনের লঞ্চের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। গত সপ্তাহে এক টুইটার ইউজার ফোনটির কিছু ছবি অনলাইনে শেয়ার করেছেন। বর্তমানে টিপস্টার অভিষেক যাদব এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। আরও পড়ুন: 6 জুলাই ভারতে লঞ্চ হবে realme narzo 60 5G এবং narzo 60 Pro 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

টিপস্টার অভিষেক যাদব টুইট করে Jio Phone 5G ফোনের ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, অপারেটিং সিস্টেম, ক্যামেরা এবং ব্যাটারি পাওয়ার সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়েছেন।

Jio 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Jio Phone 5G ফোনের দাম (সম্ভাব্য)

ভারতে Jio ফোন 5G ফোনের দাম 10 হাজার টাকার কম হবে। লিক রিপোর্ট অনুসারে, এই বছর দিওয়ালির পরে ভারতীয় মার্কেটে Jio Phone 5G লঞ্চ হতে পারে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে মুকেশ আম্বানি তাদের এই 5G ফোন লঞ্চ করতে পারে। আরও পড়ুন: Jio এর এইসব রিচার্জ প্ল্যানে পাবেন Unlimited Data, জেনে নিন ডিটেইলস

Jio Phone 5G লঞ্চ টাইমলাইন (সম্ভাব্য)

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই বছর অনুষ্ঠিত হতে চলা বার্ষিক সাধারণ সভায় এই ফোনটি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। থেকে পর্দা উঠানো যাবে। যদিও অফিসিয়াল ডিটেইলসের আগেই লিক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন