সুখবর! ওয়েবসাইটে লিস্টেড হল Jio Phone 5G, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এই 5G স্মার্টফোন

Mukesh Ambani যেদিন ঘোষণা করেছিলেন কোম্পানি তাদের 5G ফোনে কাজ করছে সেদিন থেকেই দেশবাসী এই ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভারতে ইতিমধ্যে Reliance Jio 5G Services শুরু হয়ে গেছে এবং কোম্পানি বর্তমানে তাদের Jio Phone 5G নিয়ে কাজ করছে। জিওর পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত অফিসিয়ালি Jio Phone 5G ের লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই সস্তা 5G ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি Jio Phone 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। আরও পড়ুন: ফ্রিতে পাওয়া যাচ্ছে ট্রান্সপারেন্ট লুক সহ Nothing Phone 1, জেনে নিন ডিটেইলস 

খুব তাড়াতাড়ি Reliance Jio Phone 5G Launch এর অপেক্ষার অবসান ঘটতে পারে। ইতিমধ্যে এই ফোনটি গীকবেঞ্চে লিস্টেড হতে দেখা গেছে। গত 7 ডিসেম্বর 2022 রাতে এই লিস্টিং করা হয়েছে এবং এতে Jio Phone 5G ফোনটি Jio LS1654QB5 মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছে। এই লিস্টিং দেখে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে টো জানা গেছেই, কিন্তু তাঁর থেকেও বড় কথা ফোনটির নাম JioPhone5G প্রকাশ্যে এসেছে এবং আরও বোঝা গেছে শীঘ্রই মার্কেটে এই ফোনটি লঞ্চ হতে চলেছে।

Jio Phone 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Jio Phone 5G ফোনটি Android 12 ওএসের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনটি 2.21 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে Qualcomm Snapdragon 480+ চিপসেট যোগ করা হবে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 619 জিপিইউ দেওয়া হতে পারে। আরও পড়ুন: মাত্র 9 হাজারে পাওয়া যাচ্ছে 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 11GB RAM-এর ক্ষমতাসম্পন্ন এই স্মার্টফোন, দেখে নিন দাম

সবচেয়ে সস্তা 5G ফোন

Jio Phone 5G ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হয়ে উঠতে পারে। কয়েক দিন আগে কাউন্টারপয়েন্টের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল রিলায়েন্স জিওর আপকামিং 5G ফোন Jio Phone 5G মাত্র 8,000 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে। রিপোর্টে বলা হয়েছিল এই ফোনটির দাম 8 হাজার থেকে 12 হাজার টাকার মধ্যে হতে পারে। বর্তমানে এই ফোনটির সঠিক ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কিত তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here