ইউজারদের জন্য ধামাকাদার অফার নিয়ে হাজির Jio, এসে গেছে Jio Football WorldCup Data pack

Reliance Jio তাদের গ্রাহকদের আকৃষ্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এই কারণে, কোম্পানি একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে যা কম টাকায় অনেক বেশি সুবিধা দেয়। এবার টেলিকম কোম্পানি Jio তাদের প্রিপেইড ইউজারদের জন্য একটি নতুন ডেটা প্যাক চালু করেছে, যেখানে ডেটা সহ 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। কোম্পানি এই প্ল্যানটির নাম দিয়েছে ‘ফুটবল ওয়ার্ল্ড কাপ ডেটা প্যাক’। মনে হচ্ছে বিশ্বকাপের পর এই প্ল্যান বন্ধ হয়ে যাবে। এই প্ল্যানের দাম 222 টাকা। আরও পড়ুন: VIDEO: MS Dhoni কিনলেন এই ইলেকট্রিক গাড়ি, ফিচার শুনে হতে হয় অবাক

Jio এর 222 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

Jio-এর 222 টাকার প্রিপেড প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। এই রিচার্জে ইউজাররা 50GB ডেটা পাবেন। 50GB ডেটা শেষ হওয়ার পরে, স্পিড কমে 64 Kbps হয়ে যাবে। এই প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য খুব ভালো যাদের ইন্টারনেট ব্যবহার বেশি হয়।

এই রিচার্জটি কোম্পানির সাইটের পাশাপাশি MyJIO অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। এই প্ল্যানটি 4G ডেটা প্যাকের তালিকায় ‘ফুটবল ওয়ার্ল্ড কাপ ডেটা প্যাক’ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। গ্রাহকরা এই রিচার্জটি স্টোরে গিয়ে করতে পারবেন বা Jio মোবাইল অ্যাপের মাধ্যমেও রিচার্জ করতে পারবেন। আরও পড়ুন: Jio-এর কাছেও নেই Airtel-এর এই 2টি Recharge-এর উত্তর, দেখে নিন বেনিফিট

30 দিনের জন্য পাবেন Jio ডেটা প্যাক

  • 181 টাকার ডেটা অ্যাড-অন প্যাক: 181 টাকার ডেটা অ্যাড-অন প্যাকটির ভ্যালিডিটি 30 দিন। একবার ডেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে, ইন্টারনেটের স্পিড 64Kbps-এ চলে আসবে।
  • 241 টাকার ডেটা অ্যাড-অন প্যাক: এই প্ল্যানটি 30 দিনের জন্য 40GB হাই-স্পিড 4G ডেটা অফার করে। এই প্ল্যানে ডেটা শেষ হওয়ার পরে স্পিড কমে 64Kbps এ চলে আসে।
  • 301 টাকার ডেটা অ্যাড-অন প্যাক: 301 টাকার ডেটা অ্যাড-অন প্যাকে আপনারা 50GB 4G ইন্টারনেট ডেটা পাবেন যা পরবর্তী 30 দিনের মধ্যে ব্যবহার করা যেতে পারে। অন্যান্য অ্যাড-অন প্যাকের মতো, নির্দিষ্ট ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 64Kbps এ চলে আসবে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here