Jio-এর কাছেও নেই Airtel-এর এই 2টি Recharge-এর উত্তর, দেখে নিন বেনিফিট

Airtel কয়েক দিন আগে তাদের গ্রাহকদের হতাশ করে কোম্পানির সমস্ত বেসিক প্ল্যানের দাম 57 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। বর্তমানে সবচেয়ে সস্তা এয়ারটেল প্রিপেইড প্ল্যানের দাম হয়ে গেছে 155 টাকা। কিন্তু তা সত্বেও Airtel ইউজারদের কাছে এমন দুটি প্ল্যান রয়েছে জার যথাযথ উত্তর দিতে Akash Mukesh Ambani এর টেলিকম কোম্পানি Jio পর্যন্ত পিছিয়ে রয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এয়ারটেলের এই দুটি প্ল্যান সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চ হল 13GB RAM এর ক্ষমতাসম্পন্ন সস্তা স্মার্টফোন Infinix ZERO 5G 2023, দেখে নিন স্পেসিফিকেশন

রিচার্জের সঙ্গে পাওয়া যাচ্ছে Disney+ Hotstar

আমরা কোম্পানির 499 টাকা এবং 3359 টাকা দামের প্ল্যান সম্পর্কে আলোচনা করছি। এই দুটি প্ল্যানে Disney+ Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। অথচ বর্তমানে জিওর কাছে এমন একটিও প্ল্যান নেই জেতি রিচার্জ করে ওটিটি বেনিফিট পাওয়া যায়। এই পোস্টে কোম্পানির এই দুটি বিশেষ প্ল্যানের বিভিন্ন বেনিফিট সম্পর্কে আলোচনা করা হল।

Airtel-এর 499 টাকা দামের রিচার্জ প্ল্যান

কোম্পানির 499 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে SMS এবং প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার, উইঙ্ক মিউজিক, হ্যালো টিউন্স, 100 টাকার ফাস্টট্যাগ ক্যাশব্যাক এবং তিন মাসের জন্য অ্যাপোলো 24×7 এর সুবিধা পাওয়া যায়। আরও পড়ুন: মোবাইল ব্যবহারে পিছিয়ে মহিলারা, মাত্র এত শতাংশ ভারতীয় মহিলার কাছে রয়েছে নিজস্ব ফোন

Airtel-এর 3359 টাকা দামের রিচার্জ প্ল্যান

একইভাবে কোম্পানির 3359 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে ইউজারদের Amazon Prime Video Mobile Edition এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এর সঙ্গে এই প্ল্যানে এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টারের বেনিফিট পাওয়া যায়। এছাড়াও এতে প্রতিদিন 2.5GB করে ডেটা ও 100টি করে ফ্রি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here