ভারতের বাজারে দাঁড়িয়ে টেলিকম মার্কেট নিয়ে কথা উঠলে সাধারণ মানুষ সবার আগে জিও এবং এয়ারটেলের তুলনা করে থাকে। প্ল্যানের দাম থেকে শুরু করে ডেটা এবং অন্যান্য বেনিফিট পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই এই দুটি কোম্পানি একে অপরকে কড়া টক্কর দিয়ে থাকে। এই পোস্টে আজ এই দুই কোম্পানির এমন দুটি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল, জেগুলি রিচার্জ করে প্রতিদিন 3GB করে 5G ডেটা পাওয়া যায়। যারা নিয়মিত প্রচুর পরিমাণে ডেটা ব্যাবহার করেন, তাদের জন্য এই প্ল্যানদুটি সেরা।
Jio vs Airtel: মান্থলি 3GB ডেটা প্ল্যান
জিওর 3GB ডেইলি ডেটা প্ল্যান
- দাম – 449 টাকা
- ভ্যালিডিটি – 28 দিন
জিওর কাছে এই ক্যাটাগরিতে 449 টাকা দামের একটি মান্থলি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। যেহেতু এই প্ল্যানের দাম 299 টাকার চেয়ে বেশি, তাই ইউজাররা তাদের সুবিধা মতো 4G বা সুপার ফাস্ট 5G ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানে 28 দিনে মোট 84GB ডেটা পাওয়া যায়। ডেটার পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা বিনামূল্যে জিও টিভি এবং 50GB স্টোরেজ সহ জিও ক্লাউড সার্ভিস ব্যাবহার করতে পারবেন।
সবচেয়ে বড় কথা বর্তমানে এই প্ল্যানের সঙ্গে 90 দিনের জন্য JioHotStar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। তবে এই অফারের বেনিফিট শুধুমাত্র একবার পাওয়া যাবে। এছাড়া মান্থলি প্ল্যান শেষ হওয়ার 40 ঘণ্টার মধ্যেই আবার রিচার্জ করাতে হবে, নয়তো এই সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে।
এয়ারটেলের 3GB ডেইলি ডেটা প্ল্যান
- দাম – 549 টাকা
- ভ্যালিডিটি – 28 দিন
এয়ারটেলের 3GB ডেইলি ইন্টারনেট প্ল্যানের দাম 549 টাকা। এই প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 3GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 84GB ডেটা উপভোগ করা যায়। এয়ারটেলের 5G সার্ভিসও লঞ্চ হয়ে গেছে, তাই ইউজাররা সুবিধা মতো 4G বা 5G ডেটা ব্যাবহার করতে পারবেন। এছাড়াও এতে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল দেওয়া হয়।
এই প্ল্যানটির সঙ্গে 3 মাসের জন্য জিও হটস্টার মেম্বারশিপ পাওয়া যায়। এছাড়াও এর সঙ্গে 28 দিনের জন্য এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়। এতে বিনামূল্যে 22টিরও বেশি ওটিটি সার্ভিস উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে Zee5 প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়।
জিও এবং এয়ারটেলের 3GB ডেটা সহ প্ল্যানের তুলনা
জিও | এয়ারটেল | |
দাম | 449 টাকা | 549 টাকা |
ভ্যালিডিটি | 28 দিন | 28 দিন |
ডেটা | ডেইলি 3GB | ডেইলি 3GB |
কলিং | আনলিমিটেড | আনলিমিটেড |
SMS | 100 ডেইলি | 100 ডেইলি |
OTT | JioHotStar-এর 90 দিনের সাবস্ক্রিপশন (শর্তাবলী প্রযোজ্য), জিও টিভি | JioHotStar-এর 90 দিনের সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, Zee5 |
উপসংহার
Airtel এবং Jio এর 3GB ডেটা সহ এই দুটি প্ল্যানের তুলনা করলে দেখা যায়, এয়ারটেলের প্ল্যানটির দাম 100 টাকা বেশি। এয়ারটেলের এই প্ল্যানটির বেনিফিটও অনেকটাই বেশি। এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম সহ 90 দিনের জন্য JioHotStar সাবস্ক্রিপশন পাওয়া যায়।