JioPhone Next Lauch: 10 সেপ্টেম্বর অর্থাৎ আজকে ভারতে JioPhone Next এর দাম আর ফুল ফিচারের থেকে পর্দা ওঠার কথা ছিল। কিন্তু এখন এই ফোনের লঞ্চিঙের আরো পিছিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই বছর নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ দীপাবলির সময়ে লঞ্চ করা হবে। আসলে সারা বিশ্বে চিপ শর্টেজের কারনে ফোনের লঞ্চ দেরি হচ্ছে। Mukesh Ambani এর কোম্পানি Reliance Jio এর Google পাওয়ার্ড জিওফোন নেক্সট বিশ্বের সবচেয়ে সস্তা ফোন হওয়ার কারনে খবরের শিরোনামে ছেয়ে আছে।
JioPhone Next লঞ্চে দেরি হওয়ার কারন
আসলে শুক্রবার রাতের দিকে রিলায়েন্স জিও একটি বয়ান জারি করেছে, যার মধ্যে বলেছে যে দুটি কোম্পানি সীমিত ইউজারের সাথে জিওফোন নেক্সটের টেস্টিং শুরু করে দিয়েছে আর দীপাবলি উৎসবের সময়ে বেশি সংখ্যায় উপলব্ধ করানোর জন্য কাজ করছে। এই অতিরিক্ত সময় গ্লোবাল সেমিকন্ডাক্টার শর্টেজ কম করতেও সাহায্য করবে।
আপনাকে বলে দিই যে জিও আর গুগল মেড ফর ইন্ডিয়া স্মার্টফোন JioPhone Next কে একত্রিত হয়ে তৈরি করছে যা ভারতের 300 মিলিয়ন ফিচার ফোন ইউজারের কথা মাথায় রেখে বানানো হচ্ছে। আবার এই বছর জুন মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছিলেন যে JioPhone Next গনেশ চতুর্থীর সময়ে 10 সেপ্টেম্বরে লঞ্চ হবে।
শুধুমাত্র 500 টাকা হবে JioPhone Next Price
ইটি রিপোর্টে দাবি করা হয়েছে যে জিওফোন নেক্সট পাওয়ার জন্য গ্রাহকদের ফোন প্রাইসের শুধুমাত্র 10 শতাংশ দিতে হবে। এই হিসেবে যদি সত্যিই জিওফোন নেক্সট বেসিক মডেল 5,000 টাকায় লঞ্চ হয় তাহলে এর 10 শতাংশ ডাউন পেমেন্ট করার পরে সাধারন জনতা মাত্র 500 টাকায় ফোনটিকে নিজের ঘরে নিয়ে যেতে পারবে। এইভাবেই 7,000 টাকার জিওফোন নেক্সট অ্যাডভান্স ভেরিয়েন্ট কেনার জন্য কাস্টমারকে শুধুমাত্র 700 টাকা দিতে হবে।
10 শতাংশ দাম দিয়ে বুক করুন JioPhone Next
রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও আর গুগলের একত্রিত হয়ে বানানো JioPhone Next স্মার্টফোন কেনার জন্য ইউজারদের পুরো টাকা দিতে হবে না। গ্রাহকরা ফোন প্রাইসের শুধুমাত্র 10 শতাংশ দিয়ে অর্থাৎ মোট অ্যামাউন্টের শুধুমাত্র 10 শতাংশ ডাউন পেমেন্ট করে এই ফোনটিকে কিনতে পারবেন। ফোনের বাকি দাম ব্যাঙ্ক এবং ফাইনান্স কোম্পানি গুলির দ্বারা ইএমআই এর রূপে মেটানো হবে।
JioPhone Next Price
জিওফোন নেক্সটের দাম সম্পর্কে লিক বহু সময় ধরে আসছে। আলাদা আলাদা টিপস্টার এই ফোনের দাম আর স্পেসিফিকেশন্সের তথ্য দিচ্ছে। এখানো পর্যন্ত সামনে আসা সব রিপোর্টে যদি এক নজরে দেখা যায় তাহলে সব ইঙ্গিত করছে যে জিওফোন নেক্সটকে ইন্ডিয়াতে 3,500 টাকা দামের আশেপাশে লঞ্চ করা হবে। কানাঘুষো শোনা যাচ্ছিল যে জিওফোন নেক্সটের সেল গনেশ চতুর্থীর দিন অর্থাৎ 10 সেপ্টেম্বর শুরু হবে।
JioPhone Next স্পেসিফিকেশন্স
লিক রিপোর্ট অনুযায়ী জিওফোন নেক্সটকে 5.5 ইঞ্চির এইচডি ডিসপ্লেতে লঞ্চ করা হবে। এছাড়া JioPhone Next ডুয়াল সিমের সাথে আসবে যা 4G VoLTE সাপোর্ট করবে। লিকের অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড 11 এর ‘গো’ এডিশন দেওয়া হবে এবং প্রসেসিং এর জন্য জিওফোন নেক্সটকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 215 চিপসেট যুক্ত করা হবে। বলা হচ্ছে যে Reliance Jio আর Google এর এই ফোনটি 2 জিবি র্যাম আর 3 জিবি র্যাম মেমোরিতে লঞ্চ হবে যা 16 জিবি আর 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
ফোটোগ্রাফির জন্য এই ফোনে ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেখা যাবে এবং সেল্ফির জন্য জিওফোন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে। লিক অনুযায়ী জিওফোন নেক্সটকে 2,500 এমএএইচের ব্যাটারীর সাথে বাজারে আনা হবে। বলে দিই যে জিও এখনো পর্যন্ত JioPhone Next এর স্পেসিফিকেশন্স সম্পর্কে কিছু জানায়নি তাই এই তথ্য গুলিকে এখনো সঠিক ভাবা যাবে না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন