উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই রিলায়েন্স জিও বাজারে তাদের নতুন 4G ফোন লঞ্চ করে দিয়েছে। এই নতুন ফোনটি JioPhone Prima 2 4G নামে পেশ করা হয়েছে। গত বছর লঞ্চ করা JioPhone Prima 4G ফোনের সাক্সেসার হিসাবে এই ফোনটি বাজারে আনা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে লেদারের মতো ফিনিশ সহ নতুন কার্ভ ডিজাইন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনার আগে জানিয়ে রাখি এই ফোনটি শপিং সাইট আমাজনে দেখা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির সাইটে এই ফোনটির কোনো অস্তিত্ব নেই বা কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানোও হয়নি।
JioPhone Prima 2 4G ফোনের দাম এবং সেল
JioPhone Prima 2 4G ফোনটির দাম 2799 টাকা রাখা হয়েছে। আপাতত ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। এই ফোনটি লাক্স ব্লু কালারে বাজারে আনা হয়েছে। শীঘ্রই এই ফোনটি JioMart, রিলায়েন্স ডিজিটালের পাশাপাশি অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমেও সেল করা হবে।
JioPhone Prima 2 4G ফোনের ডিজাইন
এই ফোনের ফ্রন্ট প্যানেলে রাউন্ড এজ ডিজাইন রয়েছে। ফোনটির স্ক্রিনের নিচেই কোম্পানির লগ এবং তার নিচে কোয়ার্টি কীপ্যাড রয়েছে। ফোনটির নীচের প্যানেলে চার্জিং পোর্ট ওঁ স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল দেখতে অনেকটা লেদার ফিনিশের মতো। ব্যাক প্যানেলে একটি চওড়া স্ট্রিপ রয়েছে এবং এর মধ্যে রেয়ার ক্যামেরা ও স্পিকার অবস্থিত। এই ফোনের ওজন 12.34 x 5.55 x 1.51cm এবং ওজন 120 গ্রাম। UNITED TELELINKS NEOLYNCS PRIVATE LIMITED নামক কোম্পানি এই ফোনটি তৈরি করেছে।
JioPhone Prima 2 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে 320×240 পিক্সেল রেজোলিউশন সহ 2.4 ইঞ্চির সুন্দর QVGA কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে LED টর্চ এবং VGA ক্যামেরা রয়েছে।
- সেলফির জন্য এই ফোনে 0.3MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 512MB RAM দেওয়া হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়ানো যায়।
- ARM Cortex A53 প্রসেসর সহ এই ফোনটি kaiOS 2.5.3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
- এই ফোনে 2000mAh ব্যাটারি রয়েছে। এছাড়া এতে ইন্টারনেটের পাশাপাশি FM রেডিও যোগ করা হয়েছে।
- এই ফোনটি 23টি ভাষা সাপোর্ট করে। এই ফোনে JioPay এবং সাউন্ড অ্যালার্ৎ সহ UPI এবং Scan QR পেমেন্ট অপশন রয়েছে।
- JioPhone Prima 2 4G ফোনে ইউটিউব, ফেসবুক এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যাবহার করা যায়,
- এছাড়া এই ফোনে JioTV, JioCinema, JioSaavn এর মতো বিভিন্ন অ্যাপ রয়েছে।
- এই ফোনে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই JioChat এবং নেটিভ ভিডিও কল করা যায়।