ভারতে keypad mobile এর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় কোম্পানিগুলির মধ্যে নোকিয়া অন্যতম। কোম্পানির পক্ষ থেকে ভারতে মাত্র 999 টাকা দামে Nokia 105 Classic ফোনটি লঞ্চ করা হয়েছে। এই বাটন ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হিসাবে এতে আছে UPI Payment ফিচার। Nokia 105 Classic ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: শক্তিশালী স্পেসিফিকেশন সহ চীনে লঞ্চ হয়েছে Xiaomi 14 Pro, দেখে নিন বিস্তারিত
Nokia 105 Classic এর ফিচার
- Dual-SIM
- UPI 123PAY
- 800mAh battery
- wireless FM radio
Nokia 105 Classic ফোনটি UPI 123PAY সাপোর্ট করে। এই ফিচারের দৌলতে ইন্টারনেট ছাড়াও এই ফোনের মাধ্যমে ইউপিআই ব্যাবহার করা যাবে। ফলে সহজেই টাকা সেন্ড এবং রিসিভ করা যাবে।
এই বাটন ফোনে এফএম রেডিও দেওয়া হয়েছে। বিনোদনের জন্য এই ফিচার হেডফোন এবং ওয়্যারলেস ফিচার উভয় পদ্ধতিতে করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে 800 এমএএইচ ব্যাটারি। একবার ফুল চার্জ করলে ব্যাটারি কয়েক দিন পর্যন্ত স্ট্যান্ড বাই দিতে সক্ষম।
সিম সাপোর্টেড ভিত্তিতে Nokia 105 Classic ফোনটি দুটি মডেলে সেল করা হবে। একটি মডেলে সিঙ্গেল সিম স্লট দেওয়া হবে এবং আরেকটি মডেলে ইউজাররা দুটি সিম কার্ড ব্যাবহার করতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে। অর্থাৎ ফোনে কোনো ধরনের সমস্যা হলে কোম্পানি ইউজারদের নতুন ফোন বদলে দেবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের ফুল স্পেসিফিকেশন শেয়ার করা হয়নি। বিস্তারিত প্রকাশ্যে এলে পাঠকদের জানিয়ে দেওয়া হবে।
Nokia 105 Classic এর দাম
নতুন Nokia 105 Classic এর দাম রাখা হয়েছে মাত্র 999 টাকা। এটি ফোনটির সিঙ্গেল সিম মডেলের দাম। ফোনটির দ্বিতীয় মডেলের দাম এখনও পর্যন্ত কোম্পানি জানায়নি। আগামী দিনে এই ফোনটি Charcoal এবং Blue কালারে সেল করা হবে। আরও পড়ুন: Amazon Extra Happiness Days sale: দেখে নিন কোন কোন ল্যাপটপে পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো ডিল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন