জেনে নিন কিভাবে ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে চলবে YouTube, এক‌ই সঙ্গে চলুক গান এবং অন্য অ্যাপে করুন কাজ

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে অনেক মিউজিক স্ট্রীমিং অ্যাপ আছে এবং এদের মধ্যে কিছু অ্যাপ আবার ফ্রি অ্যাকসেস পর্যন্ত দেয়। কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে হাজার অ্যাপ থাকলেও ইউটিউবের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই। সাধারণ মানুষ ভিডিও দেখা ছাড়া গান শোনার জন্য পর্যন্ত ইউটিউব ব‍্যবহার করে থাকেন। অথচ স্মার্টফোনে ইউটিউব চালানোর সময় অন‍্য অ্যাপ ব‍্যবহার করা যায় না এবং এই কারণে মাঝে মাঝে যথেষ্ট বিরক্ত হতে হয়। আর তাই আমরা আজ এমন এক উপায় নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ফোনে ইউটিউবে গান শুনতে শুনতে অন‍্যান‍্য অ্যাপ ব‍্যবহার করতে পারবেন। 

ব‍্যাকগ্ৰাউন্ডে YouTube চালানোর পদ্ধতি:

1. প্রথমে ফোনের Google Chrome ওপেন করে  youtube.com এ যান।

2. YouTube ওপেন করে স্ক্রিনের একদম ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করুন।

3. বেশ কিছু অপশনের একটি লিস্ট খুলে যাবে, এখানে কয়েকটি অপশনের নিচে রয়েছে ‘Desktoo Site’, এতে ক্লিক করুন।

4. এবার নিজের পছন্দের গান বা ভিডিও প্লে করে হোম বাটন টিপুন।

5. এবার ফোনের নোটিফিকেশন প‍্যানেল খুলুন, সেখানে ভিডিও প্লেব‍্যাকের অপশন পাওয়া যাবে। প্লে বাটনে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে ব‍্যাকগ্ৰাউন্ডে ভিডিও চালু হয়ে যাবে।

6. সবচেয়ে বড় কথা, ফোন লক করে দিলেও গান চলতে থাকবে এবং যখন ইচ্ছা নোটিফিকেশন প‍্যানেলে সেটি কন্ট্রোল করা যাবে।

অ্যান্ড্রয়েড ফোনের মতো করেই অ্যাপেল ইউজাররাও তাদের ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে ইউটিউব চালাতে পারবেন। আইফোনের সাফারি ব্রাউজার বা গুগল ক্রোম উভয় ‍ক্ষেত্রে এই ট্রিক কাজ করবে। অ্যান্ড্রয়ডের ক্ষেত্রে যেমন ওপরের ডানদিকের কোণায় তিনটি ডটে ক্লিক করতে হয় আইফোনের ক্ষেত্রে এক‌ইভাবে ওপরের বাঁদিকের কোণায় ‘aA’ লোগোতে ক্লিক করে ‘ডেক্সটপ সাইট’ অপশনে ক্লিক করতে হবে। বাকি পদ্ধতি এক‌ই রকম। এইভাবে যে কোনো মোবাইল ইউজার তাঁর ফোনে ইউটিউব চালানোর পাশাপাশি অন্য যে কোনো অ্যাপ ব‍্যবহার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here