আজকের দিনে দাঁড়িয়ে WhatsApp সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে টেক্সট, ভয়েস ম্যাসেজের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলও করা যায়। বর্তমানে এই অ্যাপ সবচেয়ে সহজে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাধ্যমে এইচডি অর্থাৎ হাই ডেফিনেশন কন্টেন্টও শেয়ার করা যায়। আগে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফটো ও ভিডিওই পাঠানো যেত। তবে এখন এতে HD কন্টেন্ট শেয়ার করার অপশন দেওয়া হয়েছে। নিচে WhatsApp-এর মাধ্যমে HD কোয়ালিটির ফটো, ভিডিও পাঠানোর সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
WhatsApp-এর মাধ্যমে HD ফটো, ভিডিও পাঠানোর পদ্ধতি
- WhatsApp-এর মাধ্যমে HD ফটো, ভিডিও পাঠানোর জন্য প্রথমে অ্যাপটি আপডেট করে নিন।
- এরপর অ্যাপটি ওপেন করুন এবং যাকে এইচডি ছবি পাঁঠাতে চান সেই চ্যাট বক্স ওপেন করুন।
- এবার ফটো বা ভিডিও অ্যাক্সেস করার জন্য ক্যামেরা বা ফাইল আইকনে ট্যাপ করুন ও ফটো বা ভিডিও সিলেক্ট করুন।
- এবার চ্যাট বক্সে ওপরের দিকে একটি এইচডি বাটন দেখা যাবে, এতে ক্লিক করে ফটোর কোয়ালিটি পরিবর্তন করা যাবে।
- ফটো ও ভিডিওর জন্য ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (1,496×1,496 পিক্সেল) বা ‘এইচডি কোয়ালিটি’ (2,992×2,992 পিক্সেল) সিলেক্ট করা যাবে।
- এর মধ্যে থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে ফাইল সেন্ড করে দিন।
- এইচডি ফটো/ভিডিওর ক্ষেত্রে নিচের বাঁদিকের কোণায় ‘HD’ মার্ক করা থাকবে।
নোট: ডিফল্ট অপশনে হিসাবে WhatsApp এর ছবি SD কোয়ালিটিতে থাকবে, কিন্তু সেন্ড করার আগে কোয়ালিটি বদলে HD করে নেওয়া যাবে। তবে ইন্টারনেট স্পীড কম থাকলে রিসিভার সিলেক্ট করতে পারবেন HD রাখতে চান নাকি SD।
FAQs)
WhatsApp-এ HD অপশন কোথায় রয়েছে?
ছবি বা ভিডিও সিলেক্ট করার পর ওপরের দিকে এই অপশনে পাওয়া যাবে।
HD ফটোর মানে কি?
HD কথাটির ফুল ফর্ম High definition, এটি রেজলিউশনের একটি ফরম্যাট। এই ফরম্যাটের রেজোলিউশন 1280 x 720 পিক্সেল।
WhatsApp-এ HD ফটো ও ভিডিও পাঠানোর সুবিধা কি?
সাধারণত WhatsApp-এ HD ফটো ও ভিডিও পাঠানোর সময় সেগুলি কমপ্রেস করে দেওয়া হয়। ফলে কন্টেন্টের কোয়ালিটি কমে যায়, বা বলা ভালো নষ্ট হয়। তবে HD এর ক্ষেত্রে এমনটা হয় না। এই অপশনে ব্যাবহার করে পাঠানো ছবি প্রিন্ট করলে বা ভিডিও কোনো বড় স্ক্রিনে প্লে করলেও কোনো সমস্যা হয় না।
WhatsApp-এর স্ট্যাটাসে ছবি ঝাপসা হয়ে যায় কেন?
যদি ফোনের ফাইল বা মেমরি কার্ড থেকে কোনো ছবি হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তবে সেটি স্ট্যাটাসে ঝাপসা দেখায়।