রাস্তায় এনে দাঁড় করাতে পারে ‘ক‌উন বনেগা করোড়পতি’ এর এই ম‍্যাসেজ, লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ

KBC অর্থাৎ Kon Banega karodpati ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম শোগুলির মধ্যে অন‍্যতম এবং এই শোয়েব ফ‍্যানদের গূনতিও নেহাত কম নয়। একটা সময় বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন এই শো হোস্ট করতেন, ফলে প্রতি সীজনে এই শোয়েব নিয়মিত দর্শক সংখ্যা আরও বেড়েই চলত। অত‍্যন্ত জনপ্রিয় এই টিভি শোয়ের নাম করে এক শ্রেণীর ঠগ ও জোচ্চোর প্রকৃতির মানুষ সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের স্ক‍্যামের শিকার করে চলেছে। ‘কউন বনেগা করোড়পতি’ এর নামে এত বেশি পরিমাণে স্ক‍্যাম চলতে দেখে এবার পুলিশের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে।

‘কউন বনেগা করোড়পতি’ স্ক‍্যাম

বর্তমানে ‘কউন বনেগা করোড়পতি’ এর নাম করে কিছু হ‍্যাকার ও ফ্রড গ‍্যাং দেশে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এই ধরনের মানুষেরা WhatsApp এর মাধ্যমে সাধারণ মানুষের ফোনে জাল ম‍্যাসেজ পাঠাচ্ছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ‘অল ইন্ডিয়া সিম কার্ড লাকি ড্র কম্পিটিশন’ নাম করে কিছু ম‍্যাসেজ ও লিঙ্ক ভাইরাল করা হচ্ছে এবং না বুঝেই সাধারণ মানুষ এই ম‍্যাসেজ নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অন‍্যান‍্য পরিচিত হোয়াটস‌অ্যাপ কন্ট‍্যাক্টদের পাঠিয়ে চলেছে। এই ম‍্যাসেজে 25 লক্ষ টাকা জেতার লোভ দেখানো হচ্ছে।

পুলিশ জারি করেছে সতর্কবার্তা

এই ধরনের ভুয়ো পুরস্কারের লোভে মানুষের কতটা ক্ষতি হতে পারে সেবিষয়ে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। ব‍্যানার, পোস্টার ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ এই ধরনের ফ্রড হোয়াটস‌অ্যাপ ম‍্যাসেজ ও কল সম্পর্কে সচেতন করছে এবং এর থেকে কিভাবে বাঁচতে হবে তাও জানাচ্ছে। এই ধরনের কল ও ম‍্যাসেজ +92, 00 ও +11 কোডযুক্ত ফোন নাম্বার থেকে আসছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি +92 পাকিস্তানের কোড এবং 00 একটি ইন্টারন‍্যাশানাল অ্যাকসেস কোড।

এই ধরনের ফ্রড ম‍্যাসেজে মানুষদের বড় অঙ্কের টাকা বা অন্য কোনো জিনিসের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। সহজ সরল সাধারণ মানুষ, বিশেষ করে যারা এসব বিষয়ে জানেন না তারা অনেক সময় এই ফাঁদে ফেসেও যান। পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিএসটি, ট‍্যাক্স বা প্রসেসিং ফিজের নামে কিছু টাকা চেয়ে নেওয়া হয়। আমরা আমাদের সমস্ত পাঠকদের অনুরোধ করছি, এই ধরনের ম‍্যাসেজ ও কল থেকে সচেতন থাকুন এবং কল বা ম‍্যাসেজ এলে সম্ভব হলে উক্ত নাম্বারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন। সবচেয়ে বড় কথা, এমন কোনো ম‍্যাসেজ কখনোই ফরোয়ার্ড করবেন না যে বিষয়ে আপনার জ্ঞান নেই এবং আপনি 100 শতাংশ নিশ্চিত নন।

দিল্লি পুলিশের জারি করা KBC Lottery Fraud এবং Safety Precautions সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here