ভারতীয় বাজারে লাভা তাদের আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। এই ফোনটি Lava O2 নামে 22 মার্চ ভারতের বাজারে পেশ করা হবে। ব্র্যান্ড এই ফোনটি সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে জানিয়েছে। একই সঙ্গে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও শেয়ার করেছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Lava O2 ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস
- লাভা কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে Lava O2 ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে।
- নীচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে ফোনটি 22 মার্চ দুপুর 12:00টায় লঞ্চ করা হবে। লাইভ ইভেন্টের মাধ্যমে ভারতে এই স্মার্টফোনটি পেশ করা হবে।
- সোশ্যাল মিডিয়া সহ কোম্পানি শপিং সাইট আমাজনেও ফোনটির মাইক্রোসাইট লাইভ করে এতে স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে।
- মাইক্রোসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
- ফোনটিতে 50 মেগাপিক্সেল AI রেয়ার ক্যামেরা এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও টিজার অনুযায়ী Lava O2 ফোনটিতে Unisoc T616 চিপসেট দেওয়া হবে।
Get ready to unleash the Fastest Phone in the Segment*
O2 – Launching on 22nd Mar, 12PMRegister for the Launch Event Now: https://t.co/Po2u8a5XtU
*T&C Apply#LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/5yDuJlVO7X— Lava Mobiles (@LavaMobile) March 18, 2024
Lava O2 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: লাভা ও2 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এবং 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। টিজারে এই ফোনে পাঞ্চ-হোল স্ক্রিন দেখা গেছে।
- প্রসেসর: সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও টিজারে দেখা গেছে ফোনটিতে পারফরমেন্সের জন্য Unisoc T616 চিপসেট দেওয়া হবে।
- স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Lava O2 ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
- ক্যামেরা: কোম্পানির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে Lava O2 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা যোগ করা হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি AI ক্যামেরা দেওয়া হবে।
- ব্যাটারি: এখনও পর্যন্ত ব্যাটারি সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে এই ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হবে।