মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন! পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM

লাভা ইন্টারন্যাশানাল আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Lava Shark 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 8GB RAM সহ Lava Shark 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Shark 5G এর দাম

ভারতে Lava Shark 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই কম দামে Lava Shark 5G ফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটিতে 4GB RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আজ থেকে ফোনটি Stellar Gold এবং Stellar Blue কালার অপশনে সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সঙ্গে বিনামূল্যে 1 বছরের সার্ভিস অ্যাট হোম ওয়ারেন্টটি দেওয়া হচ্ছে।

Lava Shark 5G এর স্পেসিফিকেশন

  • 6.75 HD+ 90Hz Display
  • UNISOC T765
  • 4GB RAM + 64GB storage
  • 13MP AI Rear Camera
  • 5MP Selfie Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে: Lava Shark 5G ফোনটিতে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি ‘U’ শেপের ওয়াটারড্রপ নচ স্টাইলের HD+ ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ইউনিসোক টি765 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটের সিপিইউ 2.3GHz ক্লক স্পীডযুক্ত Cortex A76 ডুয়েল কোর এবং 2.1GHz ক্লক স্পীডযুক্ত Cortex A55 হেক্সা কোর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU সাপোর্ট করে।

স্টোরেজ: ভারতে লো বাজেট Lava Shark ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 4GB RAM সহ 4GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ সহ 512GB মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। এই ফোনটিতে LPDDR4x RAM + UFS 2.2 storage স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Lava Shark ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এআই ফিচার সহ 13 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনটির বক্সে 10 ওয়াট চার্জার পাওয়া যাবে।

Lava Shark 5G এর ফিচার

Lava Shark 5G ফোনটি কম দামে সবচেয়ে নতুন এবং লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে ডুয়েল মোড 5জি ব্যান্ড (5G SA/NSA) রয়েছে, ফলে Jio, Airtel এবং Vi সিম সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 802.11 ac, Bluetooth 5.0 এবং USB Type-C যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে, ফলে জলের ছিটে থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।

8 হাজার টাকা চেয়েও কম দামে 5জি স্মার্টফোন

Lava Shark 5G ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 8 হাজার টাকার কাছাকাছি বাজেটে Redmi A4 5G ফোন সহ POCO C75 এবং POCO C71 ফোনের মতো বেশ কিছু 5জি নেটওয়ার্ক সাপোর্ট এবং বাজেট স্পেসিফিকেশন পাওয়া যায়। অন্যদিকে লাভার Yuva 5G ফোনটিও 10 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here