Home খবর কোম্পানি শেয়ার করল Lava Yuva 5G ফোনের টিজার, শীঘ্রই কম দামে হতে পারে লঞ্চ

কোম্পানি শেয়ার করল Lava Yuva 5G ফোনের টিজার, শীঘ্রই কম দামে হতে পারে লঞ্চ

লাভা ভারতীয় ইউজারদের জন্য ক্রমাগত সস্তা স্মার্টফোন বাজারে পেশ করছে। এই ধারা বজায় রেখে কোম্পানি Yuva সিরিজের প্রথম Lava Yuva 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনের সম্পর্কে কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে টিজার শেয়ার করে জানিয়েছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

কনফর্ম হল ভারতে Lava Yuva 5G এর লঞ্চ

Lava Yuva 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন