সামনে এল লেনোভোর ফোল্ডেবল ফোন, স্ক্রিন মুড়ে যায় ও কব্জিতে বাধা যায় এই বিশেষ ফোন

কয়েক বছর আগে লেনোভো তাদের প্রোটো টাইপ ফোল্ডেবল ফোন সম্পর্কে জানিয়েছিল। এটি একটি এমন ফোন যা কব্জিতে বেধে রাখা যায়। ফোনটি দেখানোর সময়েই কোম্পানি জানিয়েছিল ফোনটি অফিসিয়ালি লঞ্চ হতে এখনও দুই তিন বছর সময় লাগবে। ফোনটি সম্পর্কে একবার ঘোষণার পর আর এটির ব‍্যাপারে কোনো উল্লেখ হয়নি, ফোনটি কবে লঞ্চ হবে, আদৌ লঞ্চ হবে কি না তাও বলা হয়নি। এবার আরও একবার ফোনটির উল্লেখ হতে দেখা গেল এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে।

আজ টুইটারে এক ব‍্যাক্তি লেনোভোর এই ফোনের ভিডিও পোস্ট করেছে এবং এই ভিডিওতে স্পষ্টভাবে ফোনটি দেখা যাচ্ছে। ভিডিওয় দেখা গেছে ফোনটি ঠিকঠাক কাজ করছে এবং এতে বিভিন্ন অ্যাপস‌ও ইনস্টল করা আছে। ফোনটি একটু বড় ও মোটা দেখানো হয়েছে যা মাঝখান থেকে ভাঁজ করা যায়। এরকম ফোল্ড মাইক্রোসফট সার্ফেস বুক 2 তে দেখা গেছে।

ফোনটির স্ক্রিনের এক দিকে একটি ব্ল‍্যাক স্পট দেখানো হয়েছে এটি একটি কবজা যেখান থেকে ফোনটি মুড়ে ফেলা যায়। অপর দিকে এমন কিছু নেই। ফোনটি প্রায় পুরোপুরি মুড়ে যায় এবং খুব সহজেই হাতের কবজিতে বেধে রাখা যায়। ফোনটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি প্রোটোটাইপ এবং ফাইনাল প্রোডাক্ট লঞ্চ হতে হতে আরও অনেক কিছু বদলে যাবে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে কোম্পানি ফোনটির ওপর কাজ করছে এবং যে কোনো মুহূর্তে ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করতে পারে।

কোম্পানি যখন প্রথমবারের জন্য ফোনটির ব‍্যাপারে জানিয়েছিল তখন বরা হয়েছিল এতে 4.35 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হবে এবং এর ব‍্যাক প‍্যানেলে লেদারের ব‍্যবহার করা হবে। আরও বলা হয়েছে ফোনটি লেনোভোর বদলে মোটো ব্র‍্যান্ডেও পেশ করা হতে পারে এবং ফোনটি মোটো রেজার সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। এর সঙ্গে কোম্পানি ফ্লেক্সিবল ল‍্যাপটপের ওপরেও কাজ করছে।

অন‍্যান‍্য কোম্পানির মধ্যে স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে যথেষ্ট সমালোচনা চলছে। আবার কিছু দিন আগে হুয়াই তাদের ফোল্ডেবল ট‍্যাবলেটের প্রদর্শন করেছে। শোনা যাচ্ছে এলজিও তাদের ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে এবং কোম্পানি এর জন্য পেটেন্ট করে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here