16ই অক্টোবর লেনোভো আনতে চলেছে “কিলার” ফোন, বড় ব‍্যাটারীর সঙ্গে থাকছে পাওয়ারফুল র‍্যাম

লেনোভো তাদের শক্তিশালী ফোনের জন্য সুপরিচিত। লেনোভোর ফোন দুর্দান্ত কোয়ালিটি ও অসাধারণ স্পেসিফিকেশনসহ খুব কম দামে সেল করা হয়। দীর্ঘ দিন পর কোম্পানি আবার ভারতে তাদের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। শোনা যাচ্ছে কোম্পানি আগামী 16ই অক্টোবর ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই লেনোভো তাদের পরবর্তী স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। মনে করা হচ্ছে 16ই অক্টোবর কোম্পানি ভারতে লেনোভো জেড5 প্রো লঞ্চ করবে।

লেনোভো 16ই অক্টোবরের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। লেনোভো জানিয়েছে কোম্পানি আগামী 16ই অক্টোবর দেশের রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করবে এবং ওইদিন কোম্পানির নতুন স্মার্টফোন দেশে লঞ্চ করা হবে। লেনোভো আপাতত সেই ইভেন্টে লঞ্চ হ‌ওয়া ফোনের নাম জানায়নি তবে শোনা যাচ্ছে ওইদিন জেড5 প্রো লঞ্চ করা হবে। লেনোভো মিডিয়া ইনভাইটে “দ‍্যা কিলার রিটার্ন” কথাটি উল্লেখ করেছে যার থেকে মনে করা হচ্ছে হয়তো ফোনটি নোট সিরিজে লঞ্চ করা হবে।

লেনোভো জেড5 প্রো সম্পর্কে এর আগে বেশ কিছু লিক সামনে এসেছে যা থেকে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটি 2280 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। লিকে বলা হয়েছে ফোনটি সম্পূর্ণ বেজল লেস হবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ওপর দিকে নচ থাকবে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

লেনোভো জেড5 প্রো ফোনটি কোম্পানি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করতে পারে যার মধ্যে একটি 8 জিবি ও অপরটি 6জিবি র‍্যামযুক্ত হবে। দুটি র‍্যাম ভেরিয়েন্টেই 64 জিবি, 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত হবে। লিক অনুযায়ী লেনোভো জেড5 প্রো তাদের এই ফোনটি কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 20 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।

লেনোভো জেড5 প্রোতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে বলে জানা গেছে। এখনও পর্যন্ত লেনোভো ইন্ডিয়া তাদের 16ই অক্টোবর লঞ্চ হ‌ওয়া ফোনটির নাম ঘোষণা করেনি। ফোনটি লঞ্চের আগে পর্যন্ত ফোনটির নাম সঠিকভাবে বলা সম্ভব নয়। লেনোভো 16 অক্টোবরের ইভেন্টের মঞ্চে কোন ফোন লঞ্চ হবে তা জানতে টেক জগত উৎসুক হয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here