4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম এবং 6 ইঞ্চির বেজল লেস ডিসপ্লের সঙ্গে লেনোভো লঞ্চ করল দুটি সস্তা স্মার্টফোন

টেক কোম্পানি লেনোভো গতকাল চীনে এক সঙ্গে বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ করেছে। জেড5 এর সঙ্গে কে5 নোট এবং এ5 স্মার্টফোন আজ চীনা বাজারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পেশ করেছে। দুটি ফোন‌ই 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেন হয়েছে যা সস্তায় পাওয়া যাবে।

লেনোভো কে5 নোট :
এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। ফোনটি জেড‌ইউআই 3.9 আধারিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অরিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট আছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে এড্রিনো 506 জিপিইউ আছে।

লেনোভো কে5 নোটের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং অপরটিতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। ফোটোগ্রাফির জন্য এতে ডুয়েল ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা আছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 3,760 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

লেনোভো এ5 :
এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এতে জেড‌ইউআই 3.9 লাইটসহ অ্যান্ড্রয়েড অরিও ভার্সন আছে। এর।সঙ্গে 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক এমটি6739 চিপসেট আছে। এতে 3 জিবি র‍্যামের আছে। ফোনটির 16 জিবি এবং 32 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টেই 256 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যাবে।

ফোটোগ্রাফির জন্য এর।ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশসহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

দাম :
লেনোভো কে5 নোটের 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 799 ইউয়ান (প্রায় 8,390 টাকা) এবং 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 10,490 টাকা) রাখা হয়েছে।
লেনোভো এ5 এর দাম 599 ইউয়ান (প্রায় 6,290 টাকা) রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here