লেনোভো সম্পর্কে কয়েক দিন আগে একটি খবর আসে যেখানে কোম্পানির একটি আগামী স্মার্টফোন চীনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা যায়। এই লিস্টিঙে ফোনটির নাম না জানা গেলেও এই নাম না জানা ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়। আজ একটি নতুন লিকে লেনোভোর এই ফোনের লঞ্চ ইভেন্ট টিজার পেশ করা হয়েছে। লিক থেকে জানা গেছে লেনোভোর এই আগামী স্মার্টফোনের নাম জেড5এস এবং এই ফোনটি আগামী মাসেই টেক মঞ্চে পেশ করে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপের পর্ন গ্ৰুপের অ্যাডমিন হল গ্ৰেফতার, মুম্বাই পুলিশ করল গ্ৰেফতার
লেনোভো ফোনের লঞ্চ টিজার এক টেক ব্লগার তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। টেনাতে এল78071 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড হওয়া স্মার্টফোনটি লেনোভো জেড5এস নামে টেক জগতে লঞ্চ করা হবে এই কথাও এই লিকে বলা হয়। টুইটারে লেনোভোর এই ফোনের মিডিয়া লঞ্চ ইভেন্টের টিজার ইমেজ শেয়ার করা হয়েছে। এই টিজার ইমেজে ফোনের ফ্রন্ট প্যানেল দেখানো হয়েছে এবং ফোটোর নিচেই 12 অর্থাৎ ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই ইমেজ থেকেই বোঝা যায় লেনোভো জেড5এস ডিসেম্বরে লঞ্চ হবে।
লেনোভো জেড5এসের এই ইমেজে ফোনটি কার্ভ এজযুক্ত দেখানো হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে “ও” শেপের ওয়াটারড্রপ নচও এই ফোটোয় দেখা গেছে। এই ও শেপ থেকে আলো বের হতে দেখা গেছে যার থেকে মনে করা হচ্ছে লেনোভো জেড5এসে রাউন্ড শেপের সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই ছোট্ট ও শেপ ছাড়া ফ্রন্ট প্যানেলে কোনো বেজল নেই। আগেই জানা গেছে লেনোভোর এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরাওয়ালা হবে।
জিও দিচ্ছে ফ্রিতে 8 জিবি 4জি ডেটা, জেনে নিন নিজের নাম্বারে কিভাবে এই বিনামূল্যের সুবিধা পাবেন
টেনার লিস্টিঙে লেনোভো জেড5এসে 6.2 ইঞ্চির স্ক্রিন ও ফোনটির ডায়মেনশন 156.7 × 75.5 × 7.8 এমএম বলা হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি ডুয়েল সিম ও ডুয়েল স্ট্যান্ডবাইযুক্ত হবে। এতে 4জি ভোএলটিই সাপোর্টের সঙ্গে এতে 3,210 এমএএইচ ব্যাটারীর কথা বলা হয়েছে। লঞ্চ ইভেন্টের টিজার ইমেজ লিক হওয়ার পর আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি লেনোভো ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করে দেবে।