8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Lenovo Z6 Pro

Lenovo ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে একসাথে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Lenovo Z6 Pro, Lenovo K10 Note এবং Lenovo A6 Note স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। Lenovo K10 Note এবং Lenovo A6 Note ফোনদুটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে তবে Lenovo Z6 Pro কোম্পানির ফ্ল‍্যাগশিপ ডিভাইস। Lenovo Z6 Pro ফোনটি 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 11 সেপ্টেম্বর থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

11 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে Nokia এর বড়ো ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia 8.2, Nokia 7.2 এবং Nokia 6.2

লুক
Lenovo Z6 Pro কোম্পানির পক্ষ থেকে গ্লাস ও মেটাল ডিজাইনে পেশ করা হয়েছে। এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস এবং ডিসপ্লের ওপরে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের নিচে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে যার সাহায্যে স্ক্রিন টাচ করা মাত্র ফোন আনলক হয়ে যায়। Lenovo Z6 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের পাশে ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত।

দুর্দান্ত ক‍্যামেরা
Lenovo Z6 Pro এর সবচেয়ে বড়ো ক্ষমতা এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে এতে 16 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 125 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে সক্ষম। Lenovo Z6 Pro এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের যা একটি টেলিফোটো লেন্স এবং চতুর্থ সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন।

লঞ্চ হলো ভারতের সবচেয়ে সস্তা 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 4 জিবি র‍্যাম‌ওয়ালা ফোন Infinix Hot 8, Xiaomi-Realme কে কড়া টক্কর

স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Lenovo Z6 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন সাইজ 6.39 ইঞ্চি। Lenovo Z6 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা স্ক্রিনের নিচের দিকে অবস্থিত।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। Lenovo Z6 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে জেড‌ইউআই 11 সহ পেশ করা হয়েছে। এক‌ই ভাবে প্রসেসিঙের জন্য এই ফোনটি 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে।

রিলিজ হলো Android 10, জেনে নিন ফিচার

Lenovo Z6 Pro তে গেম টার্বো ফিচার যোগ করা হয়েছে যা হেভি গেম‌ও স্মুথলি রান করতে পারে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। Lenovo Z6 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 27 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here