বিগত কয়েক দিন ধরে এলজির নতুন ফোন জি7 নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল। শোনা গেছে কোম্পানি এবার বেদল লেস ফোন বার করতে পারে। গতকাল কোম্পানি এলজি জি7 সম্পর্কে তথ্য প্রকাশ করে। এই ফোনটির নাম এলজি জি7 থিঙ্ক রাখা হয়েছে। এরই বড় মডেলটির নাম এলজি জি7 থিঙ্ক প্লাস।
এলজি জি7 থিঙ্ক ফোনটিতে 6.1 ইঞ্চির কোয়াডএইচডি+ (1440 × 3120 পিক্সেল রেজল্যুশন) যুক্ত ফুলভিউ সুপার ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এটি 19.5:9 রেশিওর সঙ্গে লঞ্চ করেছে। এলজি জি7 থিঙ্কের স্ক্রিনে গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে, যা শুধু একে মজবুত বানায় না, সাথে একে স্ক্র্যাচ থেকেও বাচায়।
ফোনটিতে কোয়ালকমের সবচেয়ে আধুনিক চিপসেট স্ন্যাপড্রাগন 845 ব্যবহার করা হয়েছে। এতে কোরিয়ো আর্কিটেকচারওয়ালা অক্টাকোর প্রসেসর (4×2.8 গিগাহার্টস কোরিয়ো 385 গোল্ড + 4×1.7 গিগাহার্টস কোরিয়ো 385 সিলভার) আছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 630 চিপসেট দেওয়া হয়েছে। জি7 থিঙ্কে 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া আছে। আপনি মেমরি কার্ড ব্যবহার করে 2 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
এতে 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। কোম্পানি এতে এফ/1.9 আর এফ/1.6 অ্যাপার্চার সেন্সর যোগ করেছে, যার ফলে পোট্রেট মোড ও ওয়াইড অ্যাঙ্গেল উভয় ফোটো তুলতে সাহায্য করে। ক্যামেরার সঙ্গে লেজার পিডিএএফ এবং অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের মত অপশন দেওয়া আছে। ফোনের ফ্রন্টে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
এলজি জি7 থিঙ্কে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও ব্যবহার করা হয়েছে। ফোনটিতে থিঙ্ক টেকনিক এবং হিউম্যান সেন্ট্রিক টেকনিক আছে যার সাহায্যে আপনি ঘরে থাকা অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট হতে সক্ষম। এর সাথে এআই-এর ভয়েস কম্যান্ড গুগল ভয়েসের সঙ্গে কাজ করে এবং এটি ইন্টারনেটের সঙ্গে সঙ্গে ফোনের ফিচারও অপারেট করতে পারে। কোম্পানি এতে বিশেষ গুগল আ্যাসিসট্যান্ট বাটন যোগ করেছে।
আজ থেকে আসুসের জেনফোন ম্যাক্স প্রো এম1-এর প্রি-অর্ডার শুরু, এরপরও কি আপনি রেডমি নোট 5 প্রো কিনবেন?
মিউজিকের ব্যাপারেও ফোনটি অনেক এগিয়ে। ফোনে হাই-ফাই কোয়াড ডেক, ডিটিএস এক্স 3ডি সারাউন্ডেড সাউন্ড এবং বুমবক্সের মত ফিচার আছে। অপরদিকে ফোনটি আইপি68 সার্টিফায়েড যা একে জল এবং ধূলোর হাত থেকে বাচানোর ভরসা দেয়।
এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলকের মত প্রিমিয়াম ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 3,000 এমএএইচ ব্যাটারী যা কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।
এলজি জি7 থিঙ্ক+ এর সঙ্গে এর পার্থক্য শুধু মেমরির। এতে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। এটি অবশ্য কিছুদিন পর পাওয়া যাবে। সবচেয়ে আগে ফোনটি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ হবে। পরে এশিয়া,।ইউরোপ, উত্তর আমেরিকা ও ল্যাটিন আমেরিকায় পাওয়া যাবে