456KM রেঞ্জসহ লঞ্চ হল নতুন Mahindra XUV400 EV, জেনে নিন দাম

Highlights

  • দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Mahindra XUV400 EV।
  • XUV400 EV এর প্রাথমিক দাম 15.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
  • আগামী 26 জানুয়ারি কোম্পানির সাইটের মাধ্যমে শুরু হবে প্রিবুকিং।

দেশের অন্যতম গাড়ি প্রস্ততকারী কোম্পানি Mahindra ভারতে তাদের প্রথম ইলেকট্রিক কার Mahindra XUV400 EV লঞ্চ করেছে। এই গাড়িতে কিছু সুন্দর স্পেসিফিকেশনের পাশাপাশি পাওয়া যায় দীর্ঘ রেঞ্জ। কোম্পানির পক্ষ থেকে এই গাড়িটি লঞ্চের সঙ্গে সঙ্গেই এর দাম এবং বুকিং ডিটেইলস সম্পর্কেও জানিয়ে দিয়েছে। ভারতের বাজারে উপস্থিত Tata Nexo Ev Max গাড়িটির সঙ্গে এই নতুন XUV 400 EV কে প্রতিযোগিতায় নামতে হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এই নতুন ব্যাটারিচালিত গাড়িটি সম্পর্কে। আরও পড়ুন: 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে দুর্দান্ত গেমিং ফোন iQOO Neo 7 5G, জেনে নিন স্পেসিফিকেশন 

Mahindra XUV 400 EV এর দাম

বাজারে XUV 400 EV গাড়িটি দুটি ব্যাটারি সাইজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। গাড়িটির 34.5kwh ব্যাটারি সাইজের 3.3kw ভার্সনের দাম 15.99 লক্ষ টাকা (Ex-Showroom) রাখা হয়েছে। আবার 7.2 কিলোওয়াট চার্জারের সঙ্গে এই ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 16.49 লক্ষ টাকা। এছাড়া এই গাড়িটির টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 18.99 লক্ষ টাকা রাখা হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই দাম গাড়ির উভয় মডেলের প্রথম পাঁচ হাজার ইউনিট বুকিঙের ক্ষেত্রে প্রযোজ্য। আগামী 26 জানুয়ারি থেকে এই গাড়ির বুকিং চালু হবে।

পাওয়া যাবে 456 কিলোমিটার রেঞ্জ

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই গাড়িটি একবার ফুল চার্জ করলে 375 কিলোমিটার এবং 456 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। গাড়িটি 34.5 কিলোওয়াট ব্যাটারির সঙ্গে 375 কিলোমিটার এবং 39.4 কিলোওয়াট ব্যাটারির সঙ্গে 456 কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। এই গাড়ির ব্যাটারি IP67 রেটিং দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই গাড়ির ব্যাটারি ধূলো এবং জলের হ্যাট থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই গাড়িতে টপ স্পীড 150KMPH পাওয়া যাবে। আরও পড়ুন: 16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A23 5G স্মার্টফোন, জেনে নিন দাম

Mahindra XUV 400 এর ডিজাইন

এই গাড়িটিকে দেখতে কোম্পানির সবচেয়ে সেফ গাড়ি XUV300 এর মতোই। এই গাড়িতেও মাহিন্দ্রার নতুন লোগো ব্যাবহার করা হয়েছে। Mahindra XUV400 ইলেকট্রিক এসইউভি সাইজের দিক থেকে কোম্পানির XUV300 এর থেকে বড়, তাই এটি সম্পূর্ণভাবে একটি SUV। এই নতুন এসইউভি লম্বায় 4.2 মিটার। Mahindra XUV400 গাড়িটি স্যাটিন কপার ফিনিশের ডুয়েল টোন রুফ অপশনের সঙ্গে আর্কটিক ব্লু, এভারেস্ট হোয়াইট, গ্যালাক্সি গ্রে, নেপোলি ব্ল্যাক এবং ইনফিনিটি ব্লু পাঁচটি কালার অপশনে সেল করা হবে।

Mahindra XUV400 এর ফিচার

নতুন Mahindra XUV400 EV তে ইলেকট্রিক সানরুফ, ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, এয়ারোডায়নামিক ডিজাইনের সঙ্গে 17 ইঞ্চির অ্যালয় হুইল, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, রেইন সেন্সিং ভাইপার, অটো হেডল্যাম্প, টাইপ সি চার্জইং আউটলেট এবং আরও কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। আরও পড়ুন: কবে Unban হবে Battlegrounds Mobile India? জেনে নিন ডিটেইলস 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here