Amazon থেকে অর্ডার করা হয় 19,990 টাকা দামের হেডফোন, বক্স খুলে পাওয়া গেল টুথপেস্ট

শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে দামী হেডফোন অর্ডার করে এক ব্যাক্তিকে ঠকতে হল! হেডফোন আশা করে প্যাকেট খুলে তিনি কোলগেট টুথপেস্ট পেলেন। ইউজার তাঁর অনলাইন শপিং এক্সপেরিয়েন্স সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ টুইটারে জানিয়েছেন। যশ ওঝা নামের এই ইউজার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন এবং জানান তিনি শপিং সাইট আমাজনের মাধ্যমে 19,900 টাকা দামের Sony XB910N হেডফোন অর্ডার করেছিলেন এবং প্যাকেজ হাতে পেয়ে খুলে দেখেন ভেতরে রয়েছে কোলগেট টুথপেস্ট।

এক্সে অভিযোগ

যশ ওঝা আমাজন থেকে পাওয়া প্যাকেজের আনবক্সিং ভিডিও রেকর্ডিং করে সেটি শেয়ার করেছেন এবং লিখেছেন “আমি Sony xb910n অর্ডার করে কোলগেট টুথপেস্ট পেলাম।”

কোম্পানির উত্তর

এই পোস্টের উত্তরে আমাজন দুঃখ প্রকাশ করে বলেছে, “আপনার অর্ডারে ভুল প্রোডাক্ট পাঠানোর জন্য আমরা দুঃখিত। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি, দয়া করে নিজের ডিএম সেটিংস আপডেট করুন এবং ডিএমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া দয়া করে আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিন। ডিএমে অর্ডার/অ্যাকাউন্ট ডিটেইলস দিন, কারণ সেটি যথেষ্ট ব্যাক্তিগত তথ্য।”

এর আগেও আমাজন পাঠিয়েছে ভুল প্রোডাক্ট

কিছু দিন আগে এমনভাবেই এক ব্যাক্তি আমাজন থেকে 90,000 টাকা দামের ক্যামেরা লেন্স অর্ডার করেন এবং তিনি হাতে পেয়েছিলেন কিনোয়া ফলের বীজ।

5 জুলাই এক্স (টুইটার) ইউজার অরুণ কুমার মেহর আমাজন থেকে সিগমা 24-70 এফ/2.8 ক্যামেরা লেন্স অর্ডার করেন। পরের দিনই তাকে অর্ডার ডেলিভার করা হয় এবং প্যাকেজ খুলে তিনি ফলের বীজ দেখে যথেষ্ট অবাক হয়ে যান। প্যাকেজ দেখেই বোঝা যায় বক্স আগেও খোলা হয়েছে এবং তাতে ক্যামেরা লেন্স বদলে কিনোয়া ফলের বীজ রেখে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here