ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয় iPhone 13, হাতে আসে iPhone 14!

Online Shopping fraud ও জোচ্চুরির কথা প্রায়ই শোনা যায়। কয়েক দিন আগের সেলে Flipkart ও Amazon এর মতো শপিং সাইট থেকে স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য দামই জিনিস অর্ডার করে সাবান, ইট ও অন্যান্য অকেজো জিনিস ডেলিভার করার কথা উঠে এসেছে। এরকমই একটি ভুল আইটেম ভেলিভার করার আরেকটি ঘটনার কথা সামনে এসেছে তবে এটি বেশ আলাদা ধরনের এবং মজাদার। ফ্লিপকার্টের পক্ষ থেকে ভুল করে এক ব্যাক্তিকে লেটেস্ট Apple iPhone 14 ডেলিভার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই কথা শুনে সবাই মির্জাপুরের গুড্ডু ভাইয়ার মতো এক্তাই কথা বলছে, “জিন্দেগি হো তো অ্যায়সি হো, বর্না…” আরও পড়ুন: 50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, 17 হাজার টাকার বাজেটে পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা

আশিস হেগড়ে নামের এক ব্যাক্তি তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ঘটনার কথা শেয়ার করেছেন। টুইটে আশিস তাঁর এক ফলোয়ারের সঙ্গে এমন হয়েছে বলে জানিয়েছেন। টুইটে ফ্লিপকার্ট অর্ডার দিটেইলসের সঙ্গে ডেলিভার করা Apple iPhone 14 এর ছবিও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ঘটনা সম্পর্কে।

ভুল করে পাওয়া গেল Apple iPhone 14

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এক ব্যাক্তি শপিং সাইট ফ্লিপকার্ট থেকে Apple iPhone 13 অর্ডার করেছিলেন। এটি Blue কালারের 128GB Storage মডেল ছিল যার জন্য তিনি 49,019 টাকা দামও মিটিয়ে দিয়েছিলেন। বিগত 22 সেপ্টেম্বর এই অর্ডার করা হয়েছিল। Apple iPhone 13 কেনার পর তিনি যথেষ্ট খুশি ছিলেন এবং নিজের আইফোনের জন্য অপেক্ষা করছিলেন। 50 হাজার টাকারও কম দামে Apple iPhone 13 ফোন কেনা এই খুশির অন্যতম বড় কারণ। আরও পড়ুন:108MP Camera সহ লঞ্চ হল Xiaomi 12T স্মার্টফোন, 120W fast charging-এর দৌলতে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

অন্যদিকে ফ্লিপকার্টের মনে হয়তো অন্য কিছুই চলছিল। নির্দিষ্ট দিনে নতুন আইফোন ডেলিভারও করে দেওয়া হয়। ক্রেতা যখন বাক্স থেকে তাঁর Apple iPhone বার করে তিনি হতবাক হয়ে যান। সেই বাক্সে আইফোন ছিল বটে। তবে তা Apple iPhone 13 নয় বরং Apple iPhone 14। অনেকেই ভাববেন এ আর এমন কি! কিন্তু খুব সহজ ভাষায় জানিয়ে রাখি একদিকে Apple iPhone 13 ফোনটির দাম 49,019 টাকা, অন্যদিকে Apple iPhone 14 ফোনের দাম 79,900 টাকা। অর্থাৎ প্রায় 30,000 টাকার তফাৎ।

ভারতে iPhone 14 এর দাম

49,019 টাকা দামের Apple iPhone 13 এর বদলে 79,900 টাকা দামের Apple iPhone 14 পাওয়ার ফলে এই ব্যাক্তি প্রায় 30 হাজার টাকা লাভ হয়েছে। জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 14 ফোনটির 128GB ইন্টারনাল স্টোরেজ সহ সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 79,900 টাকা দামে সেল করা হয়। একইভাবে iPhone 14 এর 256GB মডেল ফ্লিপকার্টে 89,900 টাকা এবং 256GB স্টোরেজ সহ সবচেয়ে বড় মডেল 1,09,900 টাকা দামে বেচা হয়। আরও পড়ুন: জেনে নিন PUBG মোবাইল 2.2 আপডেটে Gliding Doll Skill এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here