চাইনিজ ব্র‍্যান্ডকে টেক্কা দিতে এল মাইক্রোম‍্যাক্সের একটি সস্তা স্মার্টফোন Micromax In 1

মাইক্রোম‍্যাক্স ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে আজ Micromax In 1 লঞ্চ করেছে। মোবাইল মার্কেটে ফিরে আসার পর এটি কোম্পানির তৃতীয় স্মার্টফোন। বিশেষ করে শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভোর মতো কোম্পানিগুলিকে টেক্কা দিতে সচেষ্ট মাইক্রোম‍্যাক্স যথেষ্ট পরিমাণে ভারতীয় ইউজারদের সাপোর্ট‌ও পাচ্ছে। ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে কোম্পানি তাদের এই নতুন ফোনটি 6 জিবি র‍্যাম, 5,000 এম‌এএইচের ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত এই সুন্দর ফোনটি মাত্র 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Micromax In 1 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস এবং নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর অবস্থিত পাঞ্চ হোল কাট‌আউটটি বেজলের থেকে সামান্য দূরে দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এক লাইনে তিনটি সেন্সর দেওয়া হয়েছে এবং এর পাশে ফ্ল‍্যাশ লাইট ও সেন্সর ডিটেইলস লেখা আছে।

Micromax In 1 এর ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে ‘In’ ব্র‍্যান্ডিং লেখা আছে। উল্লেখ্য ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখে ‘Realme C’ সিরিজের ডায়মন্ড কাট ডিজাইনের কথা মনে পড়বে। Micromax In 1 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত।

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Micromax In 1 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি গ্লাসের প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.4% এবং এই ফোনের ডিসপ্লে 440 নিটস ব্রাইটনেস দিতে সক্ষম।

Micromax In 1 এ অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এবং ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে এআর‌এম জি52 জিপিইউ আছে। ভারতে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Micromax In 1 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোধটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Micromax In 1 ফোনটি ডুয়েল ভোএলটিই এবং ভোওয়াইফাই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Micromax In 1 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনের ব‍্যাটারী 18 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম।

দাম ও সেল

Micromax In 1 ফোনটির 4 জিবি র‍্যাম এবং 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে কোম্পানির পক্ষ থেকে ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা রাখা হয়েছে। আগামী 26 মার্চ থেকে ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। সবচেয়ে বড় কথা প্রথম সেলে Micromax In 1 এর উভয় ভেরিয়েন্টের দামে 500 টাকা করে ছাড় পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here