গত মে মাসে ভিয়েতনামের টেক কোম্পানি মোবিস্টার প্রথম বার ভারতে পা রাখে। তখন কোম্পানি এক্সকিউ ডুয়েল ও সিকিউ নামে দুটি ফোন লঞ্চ করে। এদেশে তাদের ব্যাবসা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে কোম্পানি একই সঙ্গে 5টি নতুন স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি সি1, সি1 লাইট, সি2, ই1 সেলফি ও এক্স1 ডুয়েল পেশ করেছে। প্রতিটি ফোনের ফিচার, স্পেশিফিকেশন ও দাম নিম্নরূপ:
মোবিস্টার সি1
এই ফোনটিতে 480 × 960 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.34 ইঞ্চির আইপিএস ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এফডব্লিউভিজিএ+ রেজলিউশন সাপোর্টেড এই ফোনের স্ক্রিন 2.75ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এই ফোনে 2 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্ৰাফির জন্য মোবিস্টার সি1 ফোনটিতে ফোটোগ্ৰাফির জন্য 5 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ডুয়েল হাইব্রিড সিমের সঙ্গে এই ফোনে 4জি নেটওয়ার্ক সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার ও পাওয়ার ব্যাকআপের জন্য 3,000 এমএএইচ ব্যাটারী আছে।
মোবিস্টার সি1 লাইট
এই ফোনটি সি1 ফোনটির ছোট ভার্সন। এই ফোনেও 480 × 960 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.34 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে যা এফডব্লিউভিজিএ+ রেজলিউশনের সঙ্গে 2.75ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এই ফোনটিতে 1 জিবি র্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ব্যাক ও ফ্রন্ট উভয় প্যানেলে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে দুটি সিমের সঙ্গে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 2,700 এমএএইচ ব্যাটারী দেওয়া আছে।
মোবিস্টার সি2
মোবিস্টার সি2 তেও 480 × 960 পিক্সেল রেজলিউশনসহ 5.34 ইঞ্চির আইপিএস ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এফডব্লিউভিজিএ+ রেজলিউশন সাপোর্টেড এই ফোনের ডিসপ্লেও 2.75ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। মোবিস্টার এই ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্ৰাফির জন্য সি2 স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে। ফোনে ডুয়েল হাইব্রিড সিম স্লট আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
মোবিস্টার ই1 সেলফি
মোবিস্টারের এই ফোনে 720 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির আইপিএস এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এই ফোনে 3 জিবি র্যাম যোগ করেছে। এতে 32 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
নাম থেকেই বোঝা যাচ্ছে মোবিস্টারের এই ফোনটি সেলফি অ্যাডিক্টেড ইউজারদের জন্য বানানো হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে আকর্ষণীয় ফিল্টারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আছে। ডুয়েল হাইব্রিড সিমের সঙ্গে এই ফোনে 4জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ফেস আনলক ফিচারের সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব্যাকআপের জন্য 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
মোবিস্টার এক্স1 ডুয়েল
এটি মোবিস্টারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। এতে 720 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির আইপিএস এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
মোবিস্টার এক্স1 ডুয়েল কোম্পানির প্রথম ডুয়েল ফ্রন্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোন। এর ফ্রন্ট প্যানেলে এলইডি ফ্ল্যাশযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে যা 120 ডিগ্ৰী ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ডুয়েল হাইব্রিড সিমের সঙ্গে এতে 4জি কানেক্টিভিটি সাপোর্ট করে। ফেস আনলক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে।
মোবিস্টার সি1 সবচেয়ে কম দাম 4,320 টাকায় লঞ্চ করা হয়েছে। একই ভাবে সি1 5,400 টাকা, সি2 6,300, ই1 সেলফি 8,400 টাকা ও এক্স1 ডুয়েল 10,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে।