এই সপ্তাহে ভারতে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, মিড বাজেটে পাওয়া যাবে নতুন অপশন

ভারতের মোবাইল বাজারে এই সপ্তাহে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। স্টাইলিশ লুকের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি ও দারুণ পারফরমেন্স সহ মিড বাজেটে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। এই পোস্টে 9 জুন থেকে 15 জুন পর্যন্ত ভারতের বাজারে আসন্ন স্মার্টফোন সম্পর্কে জানানো হল।

এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

Motorola Edge 60

লঞ্চ ডেট – 10 জুন
দাম – 24,999 টাকা (আনুমানিক)

10 জুন ভারতে Motorola Edge 60 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। ভারতে ফোনটি 12GB RAM সহ পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ 6.7-ইঞ্চির 1.5কে pOLED Quad Curved ডিসপ্লে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হবে।

Vivo T4 Ultra

লঞ্চ ডেট – 11 জুন
দাম – 27,999 টাকা (আনুমানিক)

আগামী 11 জুন ভারতে নতুন Vivo T4 Ultra স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কনফার্ম না হলেও, লিক অনুযায়ী এই ফোনে 12GB RAM যোগ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে MediaTek Dimensity 9300+ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 5000nits পীক ব্রাইটনেস সহ 6.67-ইঞ্চির quad-curved pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W FlashCharge টেকনোলজি সহ 6,000mAh ব্যাটারি থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।

Lava Storm Play

লঞ্চ ডেট – 13 জুন
দাম – 12,999 টাকা (আনুমানিক)

Lava জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের ‘Storm’ সিরিজের অধীনে নতুন Play মডেল লঞ্চ করা হবে। এই ফোনটি আগামী 13 জুন পেশ করা হবে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই লো বাজেট 5G ফোনে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হবে। Lava Storm Play 5G ফোনটিতে LPDDR5 RAM এবং UFS 3.1 Storage টেকনোলজি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

Lava Storm Lite 5G

লঞ্চ ডেট – 13 জুন
দাম – 9,999 টাকা (আনুমানিক)

লাভা 10 হাজার টাকার মধ্যে সস্তা 5G স্মার্টফোন হিসাবে Lava Storm Lite 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটিও সিরিজের প্লে মডেলের সঙ্গেই আগামী 13 জুন পেশ করা হবে। এই ফোনটি 4GB এবং 6GB RAM সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হবে। পাওয়ার বাকাএর জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here