বন্ধ হতে চলেছে MNP সার্ভিস, বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার, জেনে নিন কবে কিভাবে আবার করা যাবে অন‍্য কোম্পানিতে মোবাইল নাম্বার পোর্ট

ভারতের টেলিকম কোম্পানিগুলি নতুন মোবাইল ইউজারদের আকর্ষণ করার জন্য এবং তাদের বর্তমান গ্ৰাহকদের নিজেদের নেট‌ওয়ার্কে জুড়ে রাখার জন্য নতুন নতুন আকর্ষণীয় প্ল‍্যান পেশ করেই চলেছে। তবুও ভারতে বিপুল পরিমাণে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি সার্ভিস ব‍্যবহার করা হয়ে থাকে। কিছু গ্ৰাহক তাদের সার্ভিস প্রোভাইডারের পরিষেবায় খুশি নয় তো আবার কিছু গ্ৰাহক অন‍্যান‍্য নেট‌ওয়ার্কের আকর্ষণীয় প্ল‍্যানে আকর্ষিত হয়ে নিজের নেটওয়ার্ক পরিবর্তন করতে আগ্ৰহী হন। ভারতে Mobile Number Portability অর্থাৎ MNP সার্ভিস খুব তাড়াতাড়ি নতুন রূপ নিতে চলেছে। MNP এর এই নতুন পরিকল্পনা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এই পরিষেবা উপভোগ করার জন্য ইউজারদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। সোজা কথায় বলতে গেলে ভারতে গতকাল অর্থাৎ 4 নভেম্বর থেকে আগামী 11 নভেম্বর পর্যন্ত MNP পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। 

আরও পড়ুন : কয়েনের থেকেও পাতলা হবে Mi TV 5, লিক হল লাইভ ইমেজ

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI দেশের মোবাইল নাম্বার পোর্টাবিলিটি পরিষেবায় কিছু ফেরবদল করার ঘোষণা করেছে। TRAI এর এই নতুন পদক্ষেপ দেশের সমস্ত টেলিকম কোম্পানিকে মেনে চলতে হবে। TRAI এর এই নতুন সিদ্ধান্তের পর দেশের MNP সার্ভিসের অবস্থা তো সম্পূর্ণভাবে বদলে যাবেই কিন্তু তার আগে Reliance Jio, Bharti Airtel ও Vodafone Idea সহ BSNL এর গ্ৰাহকরা কিছু দিনের জন্য তাদের নাম্বার অন্য নেট‌ওয়ার্কে পোর্ট করতে পারবেন না। 

গতকাল সন্ধ্যা 6টা থেকে বন্ধ সার্ভিস

TRAI এর আদেশানুসারে গতকাল অর্থাৎ 4 নভেম্বরের সন্ধ্যা 6টা থেকে দেশে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত এই ব‍্যানড আগামী 11 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। 4 নভেম্বর থেকে 11 নভেম্বরের মাঝে কোনো গ্ৰাহক MNP এর মাধ্যমে তাদের মোবাইল নাম্বার অন‍্য নেট‌ওয়ার্কে পোর্ট করতে পারবেন না। প্রসঙ্গত জানিয়ে রাখি যেইসব গ্ৰাহক 4 নভেম্বর সন্ধ্যা 6টার আগে তাদের ফোন থেকে পোর্ট করার জন্য ম‍্যাসেজ পাঠিয়ে UPC কোড জেনারেট করে নিয়েছেন, তারা আগের মতোই MNP সার্ভিস উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন : এসে গেল TikTok এর জন্য নতুন স্মার্টফোন, দেখে নিন স্পেসিফিকেশন

পোর্ট প্রক্রিয়ায় আগে নিজের নাম্বার অন্য নেট‌ওয়ার্কে পোর্ট করার জন্য 1900 নাম্বারে নিজের নাম্বার লিখে পোর্ট রিকোয়েস্ট পাঠাতে হত, যেমন “PORT 91xxxxxxxx”। এই ম‍্যাসেজ পাঠানোর পর অপারেটরের পক্ষ থেকে UPC কোড পাঠানো হত, এটি কয়েক দিনের জন্য কার্যকর থাকে এবং তারপর এক্সপায়ার হয়ে যায়। এই UPC কোড অন্য নেট‌ওয়ার্কে দেখিয়ে সেই নেট‌ওয়ার্কে মোবাইল নাম্বার পোর্ট করা হত। কিন্তু এখন আগামী 11 নভেম্বর পর্যন্ত কোনো ইউজার PORT পাঠিয়ে UPC কোড জেনারেট করতে পারবেন না। 11 নভেম্বরের পর থেকে আবার এই সার্ভিস কার্যকর হয়ে যাবে। 

মাত্র 2 দিনের মধ্যে হয়ে যাবে নাম্বার পোর্ট

এতদিন মোবাইল নাম্বার পোর্ট করানোর জন্য ইউজারদের সাধারণত এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হত। কিন্তু এখন TRAI এর নতুন নিয়মে সমস্ত কোম্পানিকে আদেশ দেওয়া হয়েছে যে মোবাইল নাম্বার পোর্টাবিলিটির প্রক্রিয়া 7 দিন থেকে কমিয়ে মাত্র 2 দিন করতে হবে।।আগামী 11 নভেম্বর TRAI তাদের নতুন নিয়ম ও নির্দেশ জন সাধারণের জন্য প্রচার করতে চলেছে। এই দিনের পর থেকে ভারতে MNP সার্ভিসে বড়সড় পরিবর্তন দেখা যাবে। 

আরও পড়ুন : এখন 30 সেকেন্ড ধরে আপনার ফোনে রিং হবে : ট্রাইয়ের আদেশ

এখন কল করলে রিং হবে 30 সেকেন্ড

প্রসঙ্গত জানিয়ে রাখি TRAI এর পক্ষ থেকে সমস্ত অপারেটরদের জন্য 30 সেকেন্ডের রিং টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে। বিগত সময়ে টেলিকম জগতে শুরু হ‌ওয়া টানাপড়েনের মাঝখানে TRAI মধ‍্যস্থতা করার জন্য এগিয়ে আসে এবং সমস্ত কোম্পানির রিং টাইম 30 সেকেন্ড করার নির্দেশ দিয়েছে। TRAI এর এই আদেশ Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea সহ BSNL সমস্ত কোম্পানিকে মানতে হবে এবং এই নিয়ম ইনকামিং ও আউটগোয়িং উভয় ক্ষেত্রে কার্যকর। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here