কয়েনের থেকেও পাতলা হবে Mi TV 5, লিক হল লাইভ ইমেজ

টেক কোম্পানি শাওমি আগামীকাল অর্থাৎ 5 নভেম্বর চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে কোম্পানি তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ইভেন্টে লঞ্চ হতে চলা কোনো ডিভাইসের‌ই নাম জানা যায়নি। আশা করা হচ্ছে এই ইভেন্টে কোম্পানি Mi CC9 Pro স্মার্টফোনের সঙ্গে Mi TV 5 স্মার্ট টিভি পেশ করবে।

আরও পড়ুন : এখন 30 সেকেন্ড ধরে আপনার ফোনে রিং হবে : ট্রাইয়ের আদেশ

লঞ্চের আগেই Mi CC9 Pro ফোনটি সম্পর্কে একাধিক লিক জারি হয়েছে। এবার শাওমির পক্ষ থেকে Mi TV 5 লঞ্চের আগেই অফিসিয়াল রেন্ডার টিজ করে দেওয়া হয়েছে। এই রেন্ডার দেখে টিভির লুক সম্পর্কে ধারণা করা যায়। স্বয়ং কোম্পানিই এবার এই টিভিটির তথ্য লিক করা শুরু করেছে।

রেন্ডারে Mi TV 5 এর সাইডে “Designed by Xiaomi” ব্র‍্যান্ডিং লেখা আছে। এই ধরনের ব্র‍্যান্ডিং এখন‌ও পর্যন্ত অন‍্য কোনো শাওমি স্মার্ট টিভিতে দেখতে পাওয়া যায়নি। টিজারে টিভির পাতলা বেজল দেখা গেছে। এতে হাই স্ক্রিন টু বডি রেশিও আছে।

আরও পড়ুন : দাম কমল Vivo Y91 এবং Y91i এর, সমস‍্যায় পড়বে Xiaomi ও Realme

শেয়ার করা নতুন ইমেজে দেখা গেছে এই টিভি অত্যন্ত পাতলা হবে। এমনকি এর বেজল‌ও খুব পাতলা হবে। এই স্মার্ট টিভির ফ্রেম মেটাল দিয়ে তৈরি হতে পারে। আশা করা হচ্ছে শাওমি এই টিভি প্রিমিয়াম স্মার্ট টিভি হিসেবে পেশ করতে পারে।

প্রসঙ্গত জানিয়ে রাখি শাওমি কিছু দিন আগে জানিয়েছিল কোম্পানি ব্র‍্যান্ডের প্রথম 108 মেগাপিক্সেল Penta Camera স্মার্টফোনে কাজ করছে এবং এবং এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে Mi Note 10 নামে 6 নভেম্বর পেশ করা হবে। Xiaomi 14 নভেম্বর পোল‍্যান্ডের আগে 6 নভেম্বর স্পেনের মাদ্রিদ শহরে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই ইভেন্টের মঞ্চে অর্থাৎ 6 নভেম্বর Mi Note 10 পেশ করা হবে এবং বিশ্বের প্রথম 108 মেগাপিক্সেল Penta Camera ওয়ালা স্মার্টফোন টেক জগতের সামনে চলে আসবে। স্পেনে এই লঞ্চ ইভেন্ট সকাল 11:30টার সময় শুরু হবে, ভারতীয় সময় অনুযায়ী তখন বিকাল 5টা বাজবে। 

আরও পড়ুন : 8 ইঞ্চির ডিসপ্লে ও 8,200 এম‌এএইচের ব‍্যাটারীসহ লঞ্চ হবে LG G Pad 8

কোম্পানি চীনে Mi CC9 Pro ফোনটি পেশ করবে এবং এর গ্লোবাল ভেরিয়েন্ট Mi Note 10 নামে পেশ করা হবে। কোম্পানি এবিষয়ে কোনো অফিসিয়াল তথ্য দেয়নি। এখনও পর্যন্ত লিক হ‌ওয়া তথ্য অনুযায়ী দুটি ফোনের‌ই ফিচার ও স্পেসিফিকেশন এক। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here